রক্তদানের গুরুত্ব … :) :) :) - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

রক্তদানের গুরুত্ব … :) :) :)

Print this post

সবাইকে আজকের পোষ্টটে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ হরমতে খুবই ভাল আছেন।

ভালথাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে । । ।

 

আজ ২ নভেম্বর পালিত হচ্চে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোওর চক্ষুদান দিবস । রক্তদান কোন কঠিন বা দুঃসাহসের কাজ নয় । ১৮

থেকে৬০ বছর বয়সী যে কোন সুস্থ , নীরোগ মানুষ ( পুরুষের ক্ষেএে ওজন কমপক্ষে ৪৮ কেজি , মেয়েদের ক্ষেএে ওজন কমপক্ষে ৪৫

কেজি ) ।প্রতি চার মাস পরপর এক ব্যাগ রক্ত দিতে পারেন । এতে আপনার শারীরিক ক্ষতির কোন সম্ভব না নাই ।রক্ত দানের জন্য

সাধারণ খাওয়া-দাওয়ায় যথেষ্ঠ । তবে রক্তদানের আগে ও পরে একটু বেশী পরিমানে পানি পান করবেন । রক্তদানের পর কিছু সময় \

বিশ্রাম নিবেন ।এরপর দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে কোন বাধা নাই ।একজন মানুষের শরীরে থাকে সাড়ে ৫ থেকে ৬ লিটার রক্ত ।

এক ব্যাগ রক্ত দান করা মানে ৩৫০ থেকে ৪৫০ মিলিলিটার রক্ত দান করা । রক্তরস বা প্লাজমার অভাব পূরণ হয়ে যায় বেশী পরিমান

পানি পানের মাধ্যমেই । লোহিত কণিকা ১২০ দিন পরপর প্রতিস্থাপিত হয় । অথাৎ আপনি রক্ত দিন বা না দিন,১২০ পর সেটি মরে যাই

এবং নতুন লোহিত কনিকাজন্ম নেয় । বিশুদ্ধ রক্ত পাওয়ার আশায় আমাদের দেশের মানুষ সন্ধানী , রেড কিসেন্ট , অরকা, বাধন,

কোয়ান্টাম প্রভূতি সংগঠনের দ্বারস্থহয় । এসব সংগঠন কিন্তু রক্ত তৈরী করে না । স্বেচ্ছায় রক্তদাতাদের দান করা রক্ত সরবরাহ করার

মাধ্যম হচ্ছে এসব প্রতিষ্ঠান ।মানুষযত বেশী রক্ত দিবে , এসব সংগঠন তত বেশী বিশুদ্ধ রক্ত সরবরাহ করতে পারবে । তাই স্বেচ্ছায় রক্ত

দানে এগিয়ে আসুন । আপনার রক্তেবেচে থাকুক একটি সম্ভবনাময় প্রাণ ।।।

 

এটা আমার প্রথম পোষ্ঠ । । কাজেই ভুলএটি থাকলে , ক্ষমা দৃষ্ঠিতে দেখবেন  । । । 🙂 🙂

 

 

You can leave a response, or trackback from your own site.