'হৃদস্পন্দনযুক্ত' ক্ষুদ্রতম ব্ল্যাকহোলের খোঁজ মিললো । - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

‘হৃদস্পন্দনযুক্ত’ ক্ষুদ্রতম ব্ল্যাকহোলের খোঁজ মিললো ।

Print this post

নাসার গবেষকরা ক্ষুদ্রতম এমন একটি ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন যার হৃদস্পন্দন তাদের

কানে পৌঁছেছে বলেই দাবী করেছেন তারা । গবেষকরা ক্ষুদ্রতম এ ব্ল্যাকহোলটির নাম দিয়েছেন

‘হার্টবিট’।

ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা)-এর গবেষকরা জানিয়েছেন,

নক্ষত্রগ্রাসী খুদে এ ব্ল্যাকহোলটি এতোটাই ছোটো যে এর আকার আমাদের সূর্যের চেয়েও কম।

আর সূর্যের ভরের তুলনায় এ ব্ল্যাকহোলটির ভর ৩ ভাগের এক ভাগ মাত্র। তবে, একটি

ব্ল্যাকহোল তৈরি হতে যে ভর লাগে তা এ ব্ল্যাকহোলটির রয়েছে বলেই গবেষকরা জানিয়েছেন।

নাসা’র রসি এক্স-রে  টাইমিং এক্সপ্লোরার (আরএক্সটিই) ব্যবহার করে  ‘হার্টবিট’-এর সন্ধান

পেয়েছেন গবেষকরা।

স্করপিয়াস নক্ষত্রপুঞ্জে অবস্থিত এ ব্ল্যাকহোলটি পৃথিবী থেকে অন্তত ১৬ হাজার আলোকবর্ষ দূরে

অবস্থিত।

-খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।

-তথ্য সূত্র , বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম ।

 

You can leave a response, or trackback from your own site.