উঁচু ভবনে বয়স বাড়ে - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

উঁচু ভবনে বয়স বাড়ে

Print this post

আপেক্ষিক তত্ত্বের জনক বিজ্ঞানী আইনস্টাইনের একটি তত্ত্বের বিষয়-ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ঘড়ির কাটার গতি ততই বাড়তে থাকে…আর এই তত্ত্বকে ভিত্তি ধরে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী হিসাব কষে বের করেছেন ভূপৃষ্ঠ

img

থেকে উপরে উঠার কারনে গতি বাড়ার ব্যাপারটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য…অর্থ্যাত্‍ সুউচ্চ ভবনে বাস(বাঁশ নয়)করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বয়স অন্যদের তুলনায় দ্রুত বাড়ে…বিশ্বের সবচেয়ে ছোট আকারের ঘড়ি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস এন্ড টেকনোলজির পদার্থবিদরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন…সম্রতি সায়েন্স সাময়িকীতে এ ফল প্রকাশ করা হয়

হিসেব করে দেখা হয়েছে কেউ দোতলায় বাস করলে তার জীবনের ৭৯ বছরের জীবনে এক সেকেন্ডের ৯ হাজার কোটি ভাগের এক ভাগ হারিয়ে যায়

গবেষক দলের অন্যতম সদস্য জেমস চিন-ওয়েন চৌ বলেন,যদি কেউ ১০২ তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিয়ের(১২৫০ ফুট) ওপরের তলায় বাস করে তবে তার জীবনের ১ সেকেন্ডের ১০ হাজার ৪০০ কোটি ভাগের এক ভাগ সময় হারিয়ে যায়

তাই ভাইদের বলি যথাসম্ভব চেষ্টা করুন সবচেয়ে নিচু তলায় বসবাস করতে…গর্ত খুঁড়ে বাস করতে পারলে আরও ভালো

You can leave a response, or trackback from your own site.