কবি, সুলতা এবং... - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

কবি, সুলতা এবং…

Print this post


 

 

 

‘বিশ্ব সুলতা দিবস’ ক্রমশ এগিয়ে আসছে। বিশ্ব সুলতা দিবসের আহ্বান ‘আসুন আমরা সুলতাকে আরো বেশী করে জানার ও বুঝার চেষ্টা করি’ তবে দেখবেন মনের অজান্তে আপনি নিজে ও কখন সুলতাকে ভালবেসে ফেলেছেন। সুলতা এক মোহময়ী সৌন্দর্যময়ীর প্রতীক যার আবেদন এড়িয়ে যাবার সাধ্য করো নেই।–রুদ্র মোহাম্মদ ইদ্রিস।।

 

যখন সপ্তর্ষিমন্ডলের দিকে তাকাই
মনে হয় সেখানেও তুমি –
সগর্বে হাটছ সুলতার হাত ধরে
দ্রাঘিমার আরো উপরে-

যে হাত ছুঁয়েছে সুলতার মুখ – গ্রীবা
সে হাত স্পর্শ করেছে হিমাদ্রী।

দিনে দিনে তোমার র্কীতিস্তম্ভ
জমে উঠেছে অন্তহীন বিস্ময় নিয়ে
জ্যোতিষ্কের কক্ষপথে – তুমি অমর পথের যাত্রী।

এক সবুজ আঁচল রমণী হাটে
কবিতার পাতায় পাতায়
টর্চ হাতে – কষ্টের রাতে…

হে কবি তুমি আর সুলতা যখন
বসো পাশাপাশি মুখোমুখি
অবাক তাকিয়ে রয়
একপাশে হিমাদ্রী – অন্যপাশে সপ্তর্ষি ।।

You can leave a response, or trackback from your own site.