" মা " - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

” মা ”

Print this post

মায়ের চেয়ে আপন কেউ,

এই জগতে নাই,

তোমার গর্ভে জন্ম আমার,

ধন্য আমি তাই ।

 

তোমার হাতের রান্নার,

নাইরে কোন তুলনা-

কত চেষ্টাই করলাম আমি,

কিন্তু রান্নাটা মা,

তোমার মতো হলনা ।

 

আমার বয়স তোমায় দিলাম,

বেঁচে থাকো মা,

অনেক দিন-

শোধ কি করা যায় বল ?

তোমার ভালবাসার ঋণ ।

 

তোমার মতো ভাল আমায়,

কেউ বাসেনা মা ,

তোমার ভালবাসার কোন,

হয়না তুলনা-

অনেক… অনেক… অনেক,

ভালবাসি তোমায় মা ।

You can leave a response, or trackback from your own site.