আলো এবার হেরে গেলো! - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আলো এবার হেরে গেলো!

Print this post

আইনস্টাইন ১৯০৫ সালে আলোর আপেক্ষিকতার একটি তত্ত্ব আবিষ্কার করেছিলেন ।
এই তত্ত্ব অনুযায়ী আলোর গতি সর্বোচ্চ এবং এর গতি প্রতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার মাইল ।
এর চেয়ে আর কোন কিছুর গতি বেশি হতে পারে না । এই গতিতে চললে সময় থেমে থাকে এবং তাত্ত্বিক ভাবে এর চেয়ে বেশি গতিতে চললে সময় উল্টো দিকে যাবে । অর্থাৎ অতীতে ফিরে যাওয়া যাবে ।
এখন ইউরোপের বিজ্ঞানীরা এক পরীক্ষার পর বলছেন, আলোর গতি সর্বোচ্চ একথা ঠিক না ।… সম্প্রতি,
ইউরোপের বিজ্ঞানীরা বলছেন যে, তাঁরা দেখেছেন নিউট্রিনো নামের সাব এটমিক কণা ( neutrino particle ) সেকেন্ডে ১,৮৮,২৮২ মাইল এর বেশি গতিতে গেছে , এই গতি, আলোর গতির চেয়ে বেশি
তাই আইনস্টাইনের তত্ত্বটি এখন প্রশ্নের সম্মুখীন। বিশ্লেষকরা বলছেন, আবিষ্কার যদি শেষ পর্যন্ত
নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী অনেক অসম্ভব “ হয়ত “
সম্ভব হবে এবং উদঘাটন করা যাবে আধুনিক পদার্থ বিদ্যার অনেক রহস্যের ।

You can leave a response, or trackback from your own site.