তৈরী করুন আলু থেকে বিদ্যুৎ - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

তৈরী করুন আলু থেকে বিদ্যুৎ

Print this post

undefined

 

আপনি জানের কি ? আমরা সবজি হিসাবে প্রতিনিয়ত যে আলু খাই তা একটি নিদিষ্ট পরিমান চার্জ বহন করে। আর এই চার্জকে কাজে লাগিয়ে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়।

আসুন দেখি কিভাবে তৈরী করা যায়……………….

যা যা লাগবে :
(১) কয়েকটি আলু (আলু যত বেশী হবে , ভোল্টেজ তত বেশী হবে)
(২) কয়েকটি পেরেক
(৩) কয়েকটি ক্যাবল
(৪) একটি LED বাল্ব

কার্যপদ্ধতি :
(১) প্রত্যেকটি আলুর দুই প্রান্তে দুটি করে পেরেক বসিয়ে দিন।
(২) সিরিজ কানেকশনের ন্যায় একটি আলুর শেষ প্রান্তের পেরেকের সাথে অন্য আলুর প্রথম পেরেকের মধ্যে ক্যাবল দ্বারা সংযোগ স্থাপন করুন। যারা সিরিজ কানেকশন বুঝেন না , তারা নিচের ছবির দিকে খেয়াল করুন। ছবির ন্যায় একটি আলুর সাথে অন্য আলুর সংযোগ দিন।
undefined
(৩) এখন প্রথম আলুর প্রথম পেরেক এর সাথে একটি লম্বা ক্যাবল এবং শেষ আলুর শেষ পেরেক এর সাথে একটি লম্বা ক্যাবল সংযুক্ত করুন।
(৪) লম্বা ক্যাবল দুটিকে LED বাল্ব এর দুই প্রান্তের সাথে সংযোগ দিন।

দেখুন বাল্বটি জ্বলে উঠেছে।

তো দেরি করছেন কেন ? দৌড় দিন। আর এক্ষুনি তৈরী করতে বসে পড়ুন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।

 

 

 

post by 

বি.এম আল-ফাহিম রেজা

undefined

 

 

 

You can leave a response, or trackback from your own site.