কৃত্রিম রক্ত । - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

কৃত্রিম রক্ত ।

Print this post

 সম্প্রতি জানা গেছে , গবেষকরা ভ্রুণ কোষ থেকে কৃত্রিম রক্ত উদ্ভাবন করেছেন। যুক্তরাজ্যের হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে আগামী ২ বছরের মধ্যেই এ কৃত্রিম রক্তের ব্যবহার শুরু হবে।

এডিনবার্গ এবং ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা ভ্রুণের অস্থিমজ্জা থেকে এ কৃত্রিম রক্ত উদ্ভাবন করেছেন। এ রক্ত সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত বলেই গবেষকরা দাবী করেছেন। যে কোনো ধরনের অপারেশন বা অন্য কোনো প্রয়োজনে এ রক্ত ব্যবহার করা যাবে।

গবেষকরা বলছেন, রক্তের জরুরী প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দুর্ঘটনা বা হার্ট প্রতিস্থাপন, বাইপাস সার্জারি এবং ক্যান্সার রোগীদের জন্য এ রক্ত ব্যবহার করা যাবে। গবেষকদের আশা, কৃত্রিম এ রক্ত অসংখ্য প্রাণ রক্ষা করতে ব্যাপক ভূমিকা পালন

করবে ।

ক্লিনিক্যাল টেস্ট শেষে এ রক্ত বাণিজ্যিকভাবে তৈরি করা যাবে বলেও গবেষকরা জানিয়েছেন।

গবেষকরা কৃত্রিম এ রক্তকে আলাদা কোনো রক্তগ্রুপ না করে ‘ও নেগেটিভ’ রক্তগ্রুপ হিসেবে তৈরি করেছেন। ইউনিভার্সাল ডোনার হিসেবে এ রক্ত শতকরা ৯৮ ভাগ রোগীর দেহেই ব্যবহার করা যাবে।

 খবরঃ- টেলিগ্রাফ অনলাইন ।        

          

You can leave a response, or trackback from your own site.