এইচআইভির কার্যকারিতা নষ্টের উপায় আবিষ্কার - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

এইচআইভির কার্যকারিতা নষ্টের উপায় আবিষ্কার

Print this post

মানবদেহে মারণব্যাধি এইডসের জন্য দায়ী এইচআইভি ভাইরাসকে অকার্যকরের একটি উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।তারা আশা করছেন, এর ধারাবাহিকতায় এইডসের টিকাও উদ্ভাবন করা যাবে।
হিউম্যান ইমিউনোডিফেসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) নিয়ে গবেষণারত যুক্তরাষ্ট্র ও ইউরোপের এক দল বিজ্ঞানী বলছেন,

ভাইরাসটির ঝিল্লি (মেমব্রেইন) থেকে কোলস্টেরল সরিয়ে নিলেএটি আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে না।গবেষক দলের নেতা লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অ্যাড্রিয়ানো বোয়াসো বলেন,”এটা এক দল সেনা সদস্যের মতো, যারা তাদের অস্ত্র হারিয়েছে, কিন্তু রেজিমেন্টের পতাকা ধরে আছে,

যেন বিরুদ্ধ সেনারা তাদের সনাক্ত করে হামলা করতে পারে।”উদ্ভাবিত কৌশল প্রয়োগ করে ভাইরাসটিকে কীভাবে অকার্যকর করা যায়, তা নিয়ে এখন কাজ করছে গবেষক দল।এ পদ্ধতি ব্যবহার করে সম্ভব হলে একটি টিকা তৈরির চেষ্টাও করবেন তারা।গবেষণার ফলাফল সোমবার ‘ব্লাড’ চিকিৎসা সাময়িকীতে প্রকাশ হয়।প্রতিবছর বিশ্বের ১৮ লাখ মানুষ এইডস রোগে মারা যায়।২০০৯ সালে বিশ্বের ২৬ লাখ মানুষ এইডসে আক্রান্ত হয়।বিশ্বের ৩ কোটি ৩৩ লাখ লোক এইডস রোগের ভাইরাস এইচআইভির বাহক।

তথ্যসুত্র : Believe it or not

ধন্যবাদ সবাইকে
You can leave a response, or trackback from your own site.