ভায়াগ্রা কোন যৌন উত্তেজক ট্যাবলেট নয়!! - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

ভায়াগ্রা কোন যৌন উত্তেজক ট্যাবলেট নয়!!

Print this post

আমরা অনেকেই ভায়গ্রাকে যৌন উত্তেজনাকর ট্যাবলেট হিসাবে আখ্যায়িত করে থাকি। এ ধারনাটা মোটেও ঠিক নয়। ভায়াগ্রা যৌন উত্তেজনা সৃস্টিতে কোন সহায়ক ভূমিকা পালন করতে পারে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভায়াগ্রা নিয়ে প্রায়ই সংবাদ এবং প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ সব প্রতিবেদনে অনেক সময় বেশ কিছু নেতিবাচক, বিভ্রান্তিকর এবং অসম্পূর্ন তথ্য থাকে যা জনমনে ভুল ধারনা সৃষ্টি করতে পারে। ভায়াগ্রা কে প্রায়শঃই “যৌন উত্তেজক” ট্যাবলেট হিসাবে আখ্যায়িত করা হয়। মূলতঃ এটি একটি ভ্রান্ত ধারনা। ভায়াগ্রা সিলডেনাফিল গ্রুপের একটি ওষুধ। এ ধরনের আর একটি ওষুধ হচ্ছে সিয়ালিস যা টডালফিল গ্রুপের অন্তর্গত। এ জাতীয় ওষুধ গুলোতে যৌন উত্তেজক কোন গুন বা উপাদান নেই। সিয়ালিস কিংবা ভায়াগ্রা ব্যবহার করা হয় ইরেকটাইল ডিসফাংশন( যাকে প্রচলিত ভাবে ধ্বজভঙ্গ বলা হয়ে থাকে) প্রতিকারে। ভায়াগ্রা পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়িয়ে এর দৃঢ়তা বৃদ্ধি করে। ফলে যৌন মিলনের স্থায়িত্ব বাড়ে এবং তৃপ্তি পূর্ণতা পায়। যৌন,শৃঙ্গার ( Fore Play) কিংবা এ ধরনের কোন বাহ্যিক যৌন উত্তেজনা ছাড়া ভায়াগ্রা বা সিয়ালিস আপনা আপনি কাজ করে না। ভায়াগ্রা কোন যৌন উত্তেজনা সৃস্টি করে না, বরং পুরুষাঙ্গের দৃঢ়তা বৃদ্ধি করে সার্থক যৌন মিলনে সহায়তা করে মাত্র। সুতরাং ভায়াগ্রাকে যৌন উত্তেজক ট্যাবলেট হিসাবে আখ্যায়িত করা একেবারেই বিভ্রান্ত প্রসূত। এছাড়া ভায়াগ্রা নেশারও উদ্রেক করে না কারন এতে নেশাকর কোন উপাদান থাকে না।

স্বামী – স্ত্রীর যৌন সম্পর্কের সাফল্য বহুলাংশেই নির্ভর করে পুরুষাঙ্গের দৃঢ়তার উপর। স্ত্রীর সাথে স্বামীর বয়সের প্রচুর ব্যবধান, বহুমূত্র, মানসিক অবসাদ, বিষন্নতা ইত্যাদি বহু কারনে পুরুষাঙ্গের দৃঢ়তা বা crection নস্ট হতে পারে।ভায়াগ্রা বা সিয়ালিস হচ্ছে তার প্রধান চিকিৎসা। এই ওষুধ গুলো বিশ্বের কোটি কোটি মানুষের যৌন জীবনে ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।স্বামীর যৌন সামর্থে হতাশ হয়ে যে সব স্ত্রী পরগামিতা বা বহুগামিতার আশ্রয় নেয়, ভায়াগ্রার কল্যানে তারা সে পথ থেকে ফিরে আসতে পারে।

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ককে পূর্ণতা দিতে ভায়াগ্রা এক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে জন্য ভায়াগ্রা সম্পর্ক নেতিবাচক ও ভ্রান্ত ধারনা প্রচারনা বন্ধ করা জরুরী। ইয়াবা জাতীয় ট্যাবলেটের সাথে ভায়াগ্রার পার্থক্যের ব্যাপারে সংশ্লিস্ট সবার স্পষ্ট ধারনা থাকা আবশ্যক। যেহেতু ভায়াগ্রা কোন যৌন উত্তেজক বা নেশা উদ্রেককারী ওষুধ নয়, সেহেতু তার পরিমিত এবং নিয়ন্ত্রিত ব্যবহার বরং পরিবার ও সমাজে যৌন শৃংখলা বজায় রাখতে সহায়ক হবে। এ প্রসঙ্গে অবশ্য একটি কথা মনে রাখা প্রয়োজন যে, সবাই ভায়াগ্রা ব্যবহারের উপযুক্ত নন। যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগ রয়েছে তাদের জন্য ভায়াগ্রা ব্যবহার বিপজ্জনক। তাছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও ব্যবহারকারীদের জানা থাকা প্রয়োজন। ভায়াগ্রা ব্যবহার করে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কেউ কেউ দৃষ্টি শক্তি হারিয়েছেন, যদিও এই সংখ্যা একেবারেই নগন্য। সুতরাং অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধান এবং ব্যবস্থাপত্র ছাড়া এর ব্যবহার একেবারেই অনুচিত। তাই খোলা বাজারে প্রেসক্রিপশন ছাড়া ভায়াগ্রা বিক্রির উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা যথার্থ। তবে সেই সাথে সঠিক প্রশিক্ষনপ্রাপ্ত চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে উপযুক্ত ব্যক্তির কাছে ওষুধটির সরবরাহ নিশ্চিত করাও আবশ্যক। কারন এটি ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগের বিশ্ব স্বীকৃত চিকিৎসা, হিরোইন, গাঁজা কিংবা ইয়াবার মতো কোন নেশার উপাদান নয়।

 এটা যে যৌন উত্তেজক বা নেশার উদ্রেককারী নয় এবং হৃদরোগের জন্য ক্ষতিকর তা গনমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করা প্রয়োজন। তাতে এর ব্যবহার অনেকাংশেই কমে যাবে। কারন, যারা এর মধ্যে যৌন উত্তেজনা ও নেশার উপাদান আছে বলে মনে করে সেবন করতেন তারা নিরুৎসাহিত হবেন।

 

 

ভায়াগ্রা

You can leave a response, or trackback from your own site.