সমকামিদের অজানা রহস্য - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

সমকামিদের অজানা রহস্য

Print this post

প্রথমতঃ সমকামিরা হিজড়া না।

 সমকামি দের মধ্যে কেউ কেউ শুধু পুরুষদেরই পছন্দ করে, আবার কেউ কেউ পুরুষ ও মহিলা, উভয় কেই পছন্দ করে।

 যে সব সমকামি পুরুষ শুধু অন্য পুরুষ কে পছন্দ করে তাদের কে গে বলা হয় আর যারা নারী পুরুষ উভয় কে পছন্দ করে তাদের কে বাই (Bi) বলা হয়। মেয়েদের কে বলা হয় লেসবিয়ান।

 ঢাকায় কিছু জায়গা আছে যেখানে সন্ধার পর সমকামিরা জড়ো হয় তাদের বিছানার সঙ্গি খুজতে।

 চ্যাটিং এর বদৌলতে এখন সমকামিরা ঘরে বসে অন্য সমকামির সাথে সহজেই পরিচিত হতে পারতেছে।ইয়াহু চ্যটিং এর বাংলাদেশ রুমে গেলে দেখবেন boy2boy, boy4boy, man2man, gay**** এরকম অনেক নাম। এরা এইসব নিক নিয়ে বসে থাকে অন্য সমকামি কে খোজার জন্য। ইন্টারনেট কে কেন্দ্র করে সমকামি দের সর্কেল ও সৃষ্টি হয়েছে।

 

সমকামিদের ২/৩ টা ফ্রেন্ডশীপ গ্রুপ আছে। তারা ডিসকো নাইট, পিকনিক আয়োজন করে, গেট টুগেদার করে।

 

সমকামিদের মধ্যে ও ভালোবাসা টা প্রবল। একজন ছেলের অন্য ছেলের প্রতি ফিলিংস এত প্রবল, না দেখলে কেউ বিশ্বাস করবেন না।

 

বাংলাদেশে আনেক সমকামি বিবাহিত ও সংসার করছে কিন্তু সমাজের চাপে তারা কিছু বলে না , বিয়ের পর চুপি চুপি অন্য ছেলের সাথে যৌনকর্ম চালায়ে যায়।

You can leave a response, or trackback from your own site.