বিশ্বের আধুনিক কারাগার - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

বিশ্বের আধুনিক কারাগার

Print this post

সাধারনত কারাগার অত্যন্ত কষ্টকর ও ভীতিকর একটা জায়গা হয়ে থাকে। অস্বাস্হ্যকর পরিবেশ ও নিম্ন মানের ব্যাবস্হাপনা থাকে সেখানে।

কিন্তু ব্যতিক্রমী একটা কারাগার রয়েছে অষ্ট্রিয়ার Styria তে। এটি পাঁচতারা সমমান কারাগার। আধুনিক দালান, স্বাস্হ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ

এবং উন্নত জীবন ধারনের সব রকম ব্যাবস্হা রয়েছে এখানে।

 কারাগারটির নাম Justice Center Leoben। এখানে সর্বমোট কয়েদী ধারন ক্ষমতা ২০৫ জন। এখানে রয়েছে পাঁচতারা সমমানের অত্যাধুনিক

জীবন ধারন ব্যাবস্হা। জিমনেশিয়াম, ইনডোর গেম ফিল্ড এবং প্রতি সেলে আলাদা টেলিভিষন রয়েছে এখানে। থাকার জন্য উন্নতমানের বিছানা,

চেয়ার-টেবিল ও আলমারী/র‌্যাক রয়েছে প্রতি সেলে। এছাড়াও করিডোর ও বারান্দায় রয়েছে বসার জন্য উন্নতমানের সোফা। খাবারের জন্য রয়েছে

আলাদা ডাইনিং এবং উন্নতমানের খাবার। এছাড়াও রয়েছে খোলামেলা বারান্দা ও কয়েদীদের সাথে স্বাক্ষাতের সুসজ্জিত কক্ষ। এখানকার কয়েদীদের

জন্য এখানে কোর্টভবন রয়েছে এবং সেখানেই বিচারকার্য হয়।

কারাগার

কারাগার

You can leave a response, or trackback from your own site.