জানা-অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা-অজানা

Print this post

* আমেরিকার কলোরাডো অংরাজ্যে এক নবজাতক শিশুর মস্তিষ্কের ভিতর পা পাওয়া গিয়েছে।

যেই পা বা পায়ের পাতা কে পরবর্তীতে সফলতার সাথে সরানো হয়।

 

* ছবিতে যাকে দেখছেন তার নাম Dede Koswara. Indonesian এই  মানুষটার শরীরে এক rare genetical disorder হয়েছে যার কারনে তিনি ধিরে ধিরে গাছ এর মতো হয়ে যাচ্ছেন। রোগটার নাম Epidermodysplasia Verruciformis।

* অপরেশন এর পর বৃক্ষ মানব। অনেকটাই সুস্থ দেখালেও তার অবস্থা কোনদিন ও একশত ভাগ সুস্থ হবে না। তার শরীর আবার গাছের মত হয়ে যাবে। ডাক্তার এর মতে বছরে ২ বার অপারেশন করা লাগবে।  খুবি অদ্ভুত আর দুঃখজনক ঘটনা ।

* বিল ডারক্স নামের এই ভদ্রলোক ১৯১৩ সালের ১৭ এপ্রিল জন্ম নিয়েছিলেন আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যে। উনার এই ৩ চোখ এখনো এক বিস্ময়কর  ঘটনা।

না জানি কতো বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে ।

 

* অদ্ভুত একটি মাছ,  নাম Wood Eating Catfish . এই মাছ আমাজন জংগলে পাওয়া যায় । নদীর পানিতেই থাকে এ মাছ কিন্তু নদীর পানিতে অর্ধেক ডুবন্ত কোন গাছ পেলে উঠে পরে সেই গাছে আর গাছের চামড়া কামরাতে থাকে ।

* খাঁটি হীরা কখনোই এক্সরে ছবিতে ধরা পড়ে না ।

 

* মোনালিসার ছবিতে কোনো আইব্রো নেই।

* যখন চাঁদ আপনার ঠিক উপরে,তখন আপনার ওজন একটু কম হবে।
*মানুষের শরীরের সবচেয়ে বেশী শক্তিশালী পেশী হচ্ছে জ্বিভ।
* পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে ।
You can leave a response, or trackback from your own site.