~~~বাংলাদেশ~~~ - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

~~~বাংলাদেশ~~~

Print this post
• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
… •বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) তো এদেশেই।
•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।

প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে।

তাহলে কিসের এত দুঃখ, কিসের এত হাহাকার?? আমাদের রয়েছে নিজ ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার ইতিহাস, রয়েছে ৩০ লক্ষ প্রানের বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস। তবে আর পরোয়া কেন?? এরপর যা হবে সব ইতিহাস।

সবার বিজয় দিবসের প্রতিজ্ঞা হোক “থাকব ন্যায়ের সঙ্গে”।শুধু এতটুকুই পারে আমাদের দেশকে বিশ্বের সামনে নতুনভাবে পরিচিত করতে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ।
___আমাদের বিজয়, আমাদের অর্জন ___

You can leave a response, or trackback from your own site.