জানা-অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা-অজানা

Print this post

*  নীল রঙ দেখলে আমাদের প্রশান্তি লাগে। এর কারণ আমরা যখন নীল রং দেখি তখন আমাদের মস্তিষ্ক এক ধরানের প্রশান্তির রস ছাড়ে, যা আমাদের রক্তের সঙ্গে মিশে যায়।

 

*  গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো ।

 

*  মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বাচ্চারা লবণ এবং পানির মধ্যেই বসবাস করে।

 

*   একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ২৫০ গ্রাম লবণ থাকে।  

 

*  ১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।

 

 

*  আমাদের ত্বকের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৬২৫টি ঘামগ্রন্থি আছে।

 

 

*  চীনের  ইউনান প্রদেশের ইউ ফু নামের এক লোক বেশ কিছুদিন ধরে মাথায় চিনচিনে ব্যাথা অনুভব করছিলেন। ব্যাথাটি কেন হচ্ছে তা নিয়ে ডাক্তারের  কাছে গেলে ডাক্তার এক্স রে করতে বলেন। এর পর এক্স রে রিপোর্ট-এ  যা দেখলেন তা স্বপ্নেও কখনো ভাবেন নি ইউ ফু , কি দেখেছিলেন ইউ ফু ?

একটা ৪ ইঞ্চি ছুরি বিধে আছে মগজে!! ২০০৬ সালে একবার ডাকাতের  হাতে আহত হয়েছিলেন ইউ ফু। সেসময় এই ছুরিটি ঢুকে গিয়েছিল তার মাথায়। কিন্তু খুব অদ্ভুত কোন কারনে ছুরি ঢোকার সময় টের পাননি ইউ ফু। সম্ভবত শরীরে অন্য আঘাত জনিত ব্যাথার সাথে এই ব্যাথা এক হয়ে গিয়েছিল। ছুরিটির অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না ইউ ফু। এমনকি তখন চিকিৎসকরাও ধরতে পারেনি। চার বছর মগজে থাকার পর শেষ পর্যন্ত অপারেশন করে বের করা হয় ছুরিটি।

 

*  একটি শামুক একটানা ৩ বছর ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে ।

 

*  পিঁপড়া কখনোই ঘুমায় না, দিন রাত ২৪ ঘণ্টাই এরা কোন না কোন কাজে নিজেদের যুক্ত রাখে ।

 

*  লবস্টার বা সামুদ্রিক গলদা চিংড়ির একটি চোখ নষ্ট হয়ে গেলে ঐ স্থানে অন্য একটি চোখ গজায়।

 

 

You can leave a response, or trackback from your own site.