আজব দুনিয়া.। রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়। - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আজব দুনিয়া.। রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়।

Print this post

– উল্কার পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দেখা যায় এক বছরে প্রায় ৯৩০০ বার

-পৃথিবীর ওজন গড়ে 6,588,000,000,000,000,000 টন

– জীবন্ত আগ্নেয়গিরীর ৯০% ভাগই পানির নিচে।

– প্রতিদিন গড়ে ১০০টন কসমিক ধুলিকনা পৃথিবী পৃষ্ঠে পতিত হয়।

– প্রতি সেকেন্ডে যদি একটা করেও তারকা গননা করা হয়, এই হিসাবে গালাক্সির মোটা তারকা গননা করতে তিনহাজার বছর সময় লাগবে।

– আইসবার্গ যেগুলি ভাসমান দেখা যায়, আসলে আমরা মোট আয়তনের ১/৯ ভাগ দেখি।

– রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়।

– পৃথিবীর সমান ভূখন্ড সবাইকে সমান ভাবে দান করলে গড়ে ১০০ বঃফুট পাওয়া যাবে।

– পৃথিবীতে সবচেয়ে বায়ু বেশি প্রবাহিত হয়এন্টার্কটিকার উপকূলে, প্রতি ঘন্টায় প্রায় দুইশত মাইল বেগে

– গড়ে প্রতি বছরে ৫০ লক্ষবার ভূমিকম্প হয় পৃথিবীতে যার মধ্যে এক লক্ষ অনুভব করা যায়, আর প্রায় একহাজার ভূমিকম্প ক্ষতিসাধন করে।

You can leave a response, or trackback from your own site.