চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর যুগ থেকে - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর যুগ থেকে

Print this post

আজ থেকে ২৩০ মিলিয়ন বছর পূর্বে। ডাইনোসরেরা ট্রায়াসিক যুগের শেষ দিকে, অর্থাৎ প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতে শুরু করে। আর ওদের শাসনকাল চলে ক্রিটেশিয়াস যুগের শেষ পর্যন্ত। অর্থাৎ ওরা পৃথিবী শাসন করেছে প্রায় ১৬ কোটি বছর ! আসুন এক নজরে এদের নিয়ে আমারা একটু জেনে নেই । ডাইনোসরের শ্রেণীবিন্যাস:

http://saurischia.com/dinosaur.jpg

Saurischia: এসব ডাইনোসরের পম্চাত ছিল সরীসৃপদের মতো।

http://www.marshalls-art.com/images/ipaleo/paleopg15/Tyrannosaurs.jpg Theropods: এটি মাংসভোজি ডাইনোসরের দল। http://blog.webosaurs.com/wp-content/uploads/2010/01/brachiosaurus.jpgSauropods: এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকত। এদের ছিল খুব লম্বা লম্বা গলা।

http://library.thinkquest.org/C0128701/Pictures/anatosaurus.jpg

 

 

 

 Ornithischia: এরা লতাপাতা ভোজি যাদের পাখির মতো ঠোঁট ছিল।  

http://www.futura-sciences.com/galerie_photos/data/575/medium/ecran_ankylosaurus.jpg Armoured dinosaurs: এদের পিঠে ছিল বড় বড় হাড় যা এদেরকে রক্ষা করত। http://www.bbc.co.uk/nature/images/ic/credit/640x395/c/ce/ceratopsia/ceratopsia_1.jpg

Cerapoda :শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।

http://www.dinocasts.com/images/products/Hypsilophodon(1).jpg

Ornithopoda: এরা “duck-billed” ডাইনোসর।

http://www.dinocasts.com/images/products/Pachycephalosaurus34(1).jpg

Pachycephalosauria: এসব ডাইনোসরের মাথা ছিল খুব শক্ত।

 

http://users.tamuk.edu/kfjab02/dinos/vptexa2.jpg Ceratopsia: এরা শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত। ডাইনোসর” শব্দটি বলতে “উড়তে অক্ষম ডাইনোসর”-দের বোঝানো হবে এবং “পাখি” শব্দটি “উড়তে সক্ষম ডাইনোসর”-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে “উড়তে অক্ষম ডাইনোসর” শব্দটিই ব্যবহৃত হবে। আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয় একটি বার ভেবে দেখেছেন এরা যদি আজ পৃথিবী তে থাকতো তবে কেমন হত ??? তাহলে চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর মিউজিয়াম থেকে Fukui Prefectural Dinosaur Museum জাপান।

Fukui Countryside

খুব সুন্দর একটি জাইগা তাই না , আকাশ নীল , অপার বেগনি আলো সুনীল মধ্যে সরাসরি দিগন্তর উপর মিশ্রণ, যেখানে এটা পর্বত দ্বারা পূরণ হয়েছে

Beautiful Mountains

বিশেষ করে এই পর্বতগুলো সব বরফে ঢাকা থাকে , কিন্তু তুষার যেন কোন ঠিক মাঠ দূরে থেকে গলা শুরু করেছে যাদুর মতো

Breathtaking

এই সব মন মাতানো দৃশ্যে দেখে মনে হবে আপনি হারিয়ে গেছেন কোন এক অজানা দেশে

First Glimpse

তারপর অবশেষে ডাইনোসর এর যাদুঘর দেখা গেলো একটি বড় রূপালী ডিম এর মতো একটি ভবন যারকিনা চারপাশে বনভূমির অরন্যে ঢাকা , দেখে মনে হবে আপনি সত্যি ডাইনোসর যুগে এসে পরেছেন

Dinosaur Pwns

মনে করুন তো এটা যদি সত্যিকার এর ডাইনোসর হতো ____ এই সব বাচ্চা রা খেলা দূরে থাক ৫০০ কিলোমিটার বেগে দৌড়াতো তাই না ???

Family Resemblence?

তাহলে চলুন একবার ডাইনোসরের যাদুঘর এর ভিতর থেকে একবার ঘুরে আসি

Open the Pod Bay Doors, HAL

 

বাহ কি সুন্দর সর্ট !!

NECROLEMUR!!!


এটা ছিল লেখক এর কথা I just like this guy’s name: necrolemur. How cool is that?!

Come on, little one! Come on!

ডিম গুলি এদের কতো বড়ো হতে পারে একটু ভাবুন

Dilophosaurus

 

দুর্লভ জীবাশ্ব দেখুন

Hitomi Rex

ফসিল কঙ্কালটি দেখুন

http://www.fuku-e.com/blog/files/dlyimg_00012-01.jpg

আচ্ছা এরা যদি সত্যি সত্যি আমাদের মাজে বেঁচে থাকতো তবে আমাদের বুন্ধ হয়ে যেত তাই না ???

Hi-five from a sloth!

Cozy

  একবার কল্পনা করুন তো এদের মুখের হাঁ কি রকম ছিল !!

Another View of Below

পৃথিবীতে আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয়লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে আঘাত হানা বিশালকায় ধূমকেতু কিংবা গ্রহাণুখন্ডের কারণে ডাইনোসরের বিলুপ্তি ঘটে থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। ধূমকেতু বা গ্রহাণুখণ্ড হয়ত পৃথিবীতে আছড়ে পড়ায় ধূলো আর রাসায়নিক মেঘ সূর্যালোক প্রবেশে বাধা দিয়েছে কিংবা এর বিস্ফোরণে দাবানল ঘটে অতিকায় জন্তু ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে।উইনটন জীবাশ্মবিদদের জন্য একটি গুপ্ত ভাণ্ডার হিসেবে পরিগণিত হয়ে আসছে৷ ২০০১ সালে সেখানে স্থানীয় এক কৃষক ভেড়া চরাতে গিয়ে একটি ডাইনোসরের জীবাশ্ম পেয়েছিলেন৷ তবে এবারের আবিষ্কার অস্ট্রেলিয়ায় গত ২৮ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ হকনালের প্রত্যাশা, এই খাদের আশপাশে আরো শত শত জীবাশ্ম পাওয়া যাবে৷ তবে সেসব আবিষ্কারের জন্য আমাদের ভালোমত প্রস্তুতি নিতে হবে৷ মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটির জীবাশ্মবিদ বেন কিয়ার প্রায় একই সুরে বলেছেন, এই আবিষ্কার অস্ট্রেলিয়ার ডাইনোসর এবং তাদের পরিবেশ নিয়ে নতুন করে গবেষণার পথ উন্মোচন করে দিয়েছে৷ সুত্রঃ Deutsche Welle

t rex   sign

সংঘর্ষে গ্রহানু খন্ড খন্ড হয়ে ভেঙে যাওয়ার আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

http://www.buttonup.ca/gallery/239_dinosaur-dead.jpg

জ্যোতির্বিজ্ঞানীরা ইতোমধ্যেই ধূমকেতুর মতো দেখতে একটি বস্তুর সন্ধান পেয়েছেন। এটি দুটি গ্রহাণুর সংঘর্ষে সৃষ্ট বলে

তাদের ধারণা। যে কারণে লক্ষ লক্ষ বছর আগে অতিকায় জীব ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

এই সেই ডাইনোসর যাদের নিয়ে নির্মান হয়েছে অনেক মুভি

http://blogues.repertoireppo.qc.ca/fr/BouAle1/files/2011/02/jurassic_park_4_1.jpg

একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে আল্লাহ্‌ না করুন তাহলে কি হবে_____

 

যদি এরা রাজপথ দিয়ে ঘুরে বেড়ায়…তাহলে কেমন লাগবে দেখতে

 

http://static.howstuffworks.com/gif/dinosaur-cloning-1.jpg

http://puddleforhope.com/wp-content/uploads/2011/06/1309127451-47.jpg

 

http://cache.gawkerassets.com/assets/images/9/2010/06/500x_jurassic_park.jpg

http://www.agirlsworld.com/rachel/beat-street/reviews/pix/jurassicthree1.jpg

মহান আল্লাহ্ কাছে হাজারো ধন্যবাদ‌ এরা যদি পৃথিবীতে ফিরে আসতো তবে এই ভাবে আমাদের বিপদে পরতে হত তাই না ?? একটু ভাবুন তো ________

এরা ছিল একসময় এই ভাবে মিলেমিশে

http://3.bp.blogspot.com/_la-2yb8S4oU/TJsrXrZ37QI/AAAAAAAABOI/AwH_mSNkPgY/s1600/dinosaurs-797507.jpg

  তাদের মধ্যে একতা ছিল তাঁরা সব সময় দল হিসাবে থাকতো _____

Diorama

  এরা ছিল ঠিক এই রকম ______

Hey kid, come here!

                                                                          এরা দেখতে ছিল ঠিক এমনি

Nooooo!

Dinosaurs loved playing DDR.

এদের মাজে কলহ ছিল, ছিল জগড়া , মারামারি কাটাকাটি , তবে তারা কি হিংসা করতো ???

http://conspiracytheory2.com/wp-content/uploads/2011/05/dinosaur-world.jpg

 

এই সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি মহান আল্লাহ্‌ আবার তিনিই সব কিছু ধংস করে দিয়েছেন

126380 1 আমি ডাইনোসর বলছি.....চলুন একবার আমার যুগে..ঘুরে আসি..... | Techtunes

সে সময় এই সব ডাইনোসররা চলতো বীর এর মত , কিন্তু আজ তারা অবাস্তব কিছু হবে অনেক মানুষ এর মতে

Thumbs up from an iguanadon!

অনেক এর মতে ডাইনোসর একটি অবাস্তব কাল্পনিক একটি প্রানি , মহান আল্লাহ্‌ চাইলে কি না করতে পারেন ?? যিনি কিনা সারা বিশ্বের সৃষ্টিকর্তা তিনি চাইলে এই পৃথিবীকে ধংস করে দিতে পারে , যেমন ডাইনোসর এর মত বিশাল প্রানি জগতকে আল্লাহ্‌ সৃষ্টি করেছিলেন আবার তিনি ডাইনোসর দের ধংস করে দিয়েছেন ।

I spy...

এদের নিয়ে রহ্যসের কমতি নেই বিজ্ঞানিদের আজও গভেষনা চলছে এদের নিয়ে

free animated dinosaur gif  

জানিনা আপনাদের কাছে এই প্রতিবেদন টি কেমন লেগেছে এই তথ্য প্রযুক্তির ব্লগে এদের নিয়ে জানা সবার প্রয়োজন । আমি নানা ধরনের ওয়েব সাইট ব্লগ থেকে এই ছবি গুলো , ও তথ্যগুলো পাই । অনেকে ভাবে এটা কাল্পনিক কিছু না। তবে ডাইনোসরের অনেক ফসিল ও ডিম পাওয়া গিয়েছে এই গুলো আবার কোন প্রানির ফসিল ??? আর অনেকে বলে ডাইনোসরের মুখ দিয়ে আগুন বের হয়। আসলে ডাইনোসরের এর মুখ দিয়ে আগুন বের হয় না । ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয়। আর ড্রাগন হচ্ছে চীনা পৌরাণিক কাহিনীর প্রাণী । ড্রাগন একটি কাল্পনিক প্রানি 🙂 animated dinosaur

Holy crap!!!

এরা ছিল এক সময় এই জগতে  ।

http://www.sinankobu.com/wp-content/uploads/2010/02/dinosaurs1.jpg

আবার একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে তাহলে আমাদের কি হবে ???

You can leave a response, or trackback from your own site.