সমস্যা-সমাধানঃ বাংলা দেখা ও লেখা। - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

সমস্যা-সমাধানঃ বাংলা দেখা ও লেখা।

Print this post

বাংলা দেখাঃ  কম্পিউটারে বাংলা ফন্ট না থাকলে বাংলা লেখা দেখা যায় না। এই জন্যে প্রথমেই বাংলা ফন্ট ইনষ্টল করে নিতে হয়।

 উইনডোজঃপ্রথম ধাপঃ কিছু ফন্ট নিচের থেকে ডাউনলোড করে নিতে পারেন।

১.Font Previewসিয়াম রুপালী(Unicode)

২. Font Previewসিয়াম রুপালী(ANSI)

৩. Font Preview একুশে দূর্গা

এছাড়াও এই ঠিকানায় গিয়ে পছন্দ মত বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। ফন্ট ডাউনলোড করার পর Control Panel এ গিয়ে Fonts এর মধ্যে রেখে দিন। ব্যাস।

দ্বিতীত ধাপঃ বাংলা ইউনিকোডের জন্য আপনাকে iComplex নামের একটি ফাইল ইনষ্টল করতে হয়। এইজন্যে এখানে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে ফেলুন।
ডাবল ক্লিক করে চালু করুন। Install Complex Script এ ক্লিক করুন। সবশেষে কম্পিউটার রিস্টার্ট করুন।

ব্যাস আশা করি এরপর বাংলা দেখতে আর কোন সমস্যা হবে না।

লিনাক্সঃ

লিনাক্সের জন্য উন্মাতাল তারুণ্য নামের একজন ব্লগার একটা খুব সহজ ডেভিয়ান প্যাকেজ বানিয়েছেন। যা দিয়ে আপনি খুব সহজেই উইনডোজের .exe ফাইলের মত ৩০টা ফন্ট একসাথে ইনষ্টল করে নিতে পারেন।

ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করে ttf-banglaunicode_0.2b2_all.deb নামের ফাইলটি ডাউনলোড করে ডেভ ফাইলটি ডাবল ক্লিক করে ইনষ্টল করে নিন।

ম্যাকঃ

download থেকে ফন্ট আর কিবোর্ড ডাউনলোড করে নিন। কিবোর্ড ইনষ্টল করে লগআউট করুন। তারপর লগইন করে ফন্ট ইনষ্টল করুন।

ব্যাস

বাংলা লেখাঃ

উইনডোজঃ

বাংলা লেখার জন্য অভ্রই ব্যবহার করা উচিত। কারণ এটি উন্মুক্ত। ডাউনলোড করুন এখান থেকে আর বিস্তারিত জানার জন্য ঘুরে আসুন এখান থেকে । আর কোন সমস্যা হলে অভ্রের হেল্প ডকুমেন্ট গুলো দেখতে পারেন আর ফোরামেও বলতে পারেন।

লিনাক্সঃ

এইখান থেকে অভ্র ডাউনলোড করে নিন। লিংকেই ইনষ্টল প্রক্রিয়া বিস্তারিত আছে।

ম্যাকঃ

এইখান থেকে অঙ্কুর ডাউনলোড করে নিন। আর এইখানে কিভাবে ইনষ্টল করবেন তা দেয়া আছে।

শুভেচ্ছা সবাইকে।

You can leave a response, or trackback from your own site.