মিশরীয় পিরামিড সর্বকালের সর্বশ্রেষ্ট স্থাপত্যে - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

মিশরীয় পিরামিড সর্বকালের সর্বশ্রেষ্ট স্থাপত্যে

Print this post

মিশরীয় পিরামিড সর্বকালের সর্বশ্রেষ্ট স্থাপত্যের একটি। কেননা এটি কখন নির্মান করা হয়েছে এই বিষয়ে শক্তিশালী কোন তথ্য পাওয়া যায় নি। তবে এটি যেসময় নির্মান করা হয়েছিল তখন স্থাপত্যের বিকাশ তেমন একটা ঘটেনি, তারপরেও কিভাবে এত বড় পিরামিড তৈরি করা হয়েছিল এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। পিরামিড নির্মানের পিছনেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেমন পিরামিড নির্মানের

উদ্দেশ্য কি এবং কখন এই সুবিশাল পিরামিড নির্মিত হয়েছিল। বেশ কিছুদিন আগে বিঞ্জানীগন এইসব প্রশ্নের কিছু উত্তর খুজে বের করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অধিকাংশই মনে করেন পিরামিড ৩২০০ খ্রিষ্টপূর্ব আগে নির্মান করা হয়েছিল, তবে অনেক বিঞ্জানী এটি নিয়ে বিতর্কে লিপ্ত হন এই বলে যে পিরামিড অন্তত ১০,০০০ বছরেরও পুরানো। পিরামিডের সবচেয়ে অশ্চর্যের বিষয়টি হয় তখনকার সময় ভারী পাথর সরানো বা সাজানোর কাজগুলো কিভাবে করা হয়েছিল যেখানে পিরামিডের এক একটি পাথরের ওজন ২-৯ টন। এত উচুতে তারা কিভাবেই বা পাথরগুলো উঠাল এবং বসাল। মরুভূমির মধ্যে এত পাথরই বা তারা কোথায় পেল? এইসব প্রশ্নের উত্তর আজও বিশ্বের মানুষের কাছে এক রহস্য হয়ে রয়েছে যা হয়ত পৃথিবী বিলুপ্ত হবার আগ

পর্যন্ত থাকবে।

লেখেছেন

জানা অজানার মহাবিশ্ব

 

You can leave a response, or trackback from your own site.