ক্ষুদ্রতম রাষ্ট্র - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

ক্ষুদ্রতম রাষ্ট্র

Print this post

বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রটির নাম Principality of Sealand। এটি ইংল্যান্ডের একটি অংশে উত্তর সাগরে অবস্হিত। রাষ্ট্রটির আয়তন ৫৫০ স্কয়ার মিটার। জনসংখ্যা সর্বমোট ৩ জন। এখানে আলাদা পতাকা, মুদ্রা, পাসপোর্ট সব কিছুই রয়েছে।

 

জায়গাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। ১৯৬৭ সালে ব্রিটিশ নাগরিক Major Paddy Roy Bates এবং তার পরিবার এই জায়গাটির সত্ত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষনা দেন। অন্য কোন স্বাধীন রাষ্ট্র এটিকে সার্বভৌমত্ব দেয়নি বা নিজেদের অঙ্গ রাষ্ট্র হিসেবেও ভূষিত করেনি। কিন্তু জামার্নী তাদের সার্বভৌমত্ব দিয়েছে বলে Bates দাবী করেন। স্প্যানিশ প্রোপার্টি ফার্ম InmoNaranja এটিকে মাইক্রো রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করেছে। খুবই স্বল্প জায়গা নিয়ে এই রাষ্ট্রের অবস্হান। মোট জনসংখ্যার তিনজনই Bates পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী এবং রাজপুত্র।

 

এক নজরে Principality of Sealand।

 

রাজধানী : HM Fort Roughs

স্হাপিত হয় : ২রা সেপ্টেম্বর ১৯৬৭ সাল।

আয়তন : ৫৫০ স্কয়ার মিটার।

জনসংখ্যা : ০৩ জন।

ভাষা : ইংরাজী।

 মুদ্রা : Sealand Dollar

সুত্র-http://en.wikipedia.org/wiki/Principality_of_Sealand

You can leave a response, or trackback from your own site.