“ কেপলার-২২বি ” - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“ কেপলার-২২বি ”

Print this post

সম্প্রতি পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে  যা সূর্যের মতই

একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এই গ্রহটিকে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর টুইন,  পৃথিবীর মত

জীবন ধারণের মত পরিবেশ থাকার সমূহ সম্ভাবনা রয়েছে এই গ্রহে কারণ গ্রহটি তার নক্ষত্রকে

এমন দূরত্ব থেকে প্রদক্ষিণ করছে যার ফলে ধারণা করা হচ্ছে গ্রহটি অতিমাত্রায় গরম বা

অতিমাত্রায় ঠাণ্ডা নয়। নাসার কেপলার স্পেস মিশন এই আবিষ্কার করেছে। নতুন এই গ্রহটির

নাম বিজ্ঞানীরা দিয়েছেন কেপলার-২২বি। এটি আমাদের পৃথিবীর প্রায় আড়াই গুণ ভারী এবং

এটি এর নক্ষত্রের থেকে এমন দূরত্বে থাকে যাতে এখানে তরল পানির অস্তিত্ব থাকতে পারে। 

এ ধরনের অঞ্চলকে বলে হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চল অর্থাৎ এটি এমন এক অঞ্চল

যেখানে প্রাণের উপযোগী সকল ভৌত শর্তাবলি উপস্থিত থাকে।

কেপলার-২২বি গ্রহটি পৃথিবীর ২.৪ গুণ বড়, এটি যে নক্ষত্রকে ঘিরে ঘুরছে তার সাইজ আমাদের

সূর্যের তুলনায় সামান্য ছোট। তাই কেপলার-২২বি’র কক্ষপথও পৃথিবীর তুলনায় সামান্য ছোট ।

গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিণে ২৯০ দিন সময় নেয় ।

বিজ্ঞানীরা অবশ্য এখনো বলতে পারছেন না যে গ্রহটির অভ্যন্তরভাগ পাথুরে না গ্যাসীয়।

 

 

You can leave a response, or trackback from your own site.