একজোড়া ব্যাটারিতে তিনবছর চলবে লজিটেকের মাউস । - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

একজোড়া ব্যাটারিতে তিনবছর চলবে লজিটেকের মাউস ।

Print this post

নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে সবসময় হাজির হয় লজিটেক। এবারও প্রতিষ্ঠানটি এর ব্যতিক্রম করেনি। সম্প্রতি তারা বাজারে এনেছে নতুন এক ধরনের ওয়্যারলেস মাউস। অনেকেই হয়তো বলতে পারেন ওয়্যারলেস মাউস আবার নতুন কি। লজিটেকের এই ওয়্যারলেস মাউসের নতুনত্ব এখানেই যে এ মাউস একজোড়া ব্যাটারি দিয়ে অনায়াসে তিনবছর পার করে দিতে পারে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।লজিটেক এম৫২৫ ওয়্যারলেস মাউসটি প্লাস্টিকের তৈরি এবং এতে রাবারের একটি স্ক্রল হুইল আছে। মাউসটি কালো, সাদা, সবুজ এবং নীল রঙে বাজারে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪০ ডলার। আর এতে একজোড়া ডাবল এ ব্যাটারি লাগালে অনায়াসে তিনবছর চলবে। এই নতুন প্রযুক্তির ফলে বার বার ব্যাটারি পরিবর্তনের ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে।


সূত্র: এনগ্যাজেটস

You can leave a response, or trackback from your own site.