“ নিউট্রিনো কণা (Neutrino Particle) ” - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“ নিউট্রিনো কণা (Neutrino Particle) ”

Print this post

সম্প্রতি নিউট্রিনো কণা নিয়ে এত হৈচৈ হয়ে গেল! তো আজকে আমরা এই

 নিউট্রিনো কণা নিয়ে  একটু আলোচনা করি নাকি?  চলুন তাহলে শুরু করা যাক-

 

পদার্থবিদরা ঠাট্টা করে নিউট্রিনো কণাকে বলেন, ভুতুড়ে কণা ! কেন এরকম

অদ্ভুত নাম ? হয়তো এর চেয়ে  জুৎসই আর কোন নাম খুঁজে পাননি তাঁরা ,

তাই এই অদ্ভুত নামকরণ !  নিউট্রিনো ছুটছে প্রায় আলোর বেগে । প্রতিমুহূর্তে

 আমাদের দেহ ঝাঁঝরা করে দিচ্ছে , তবুও আমরা কিছু টের পাই না

কারণ এই কণা দেহের অনু-পরমানুর সঙ্গে কোন বিক্রিয়া করে না। না হলে

 নিউট্রিনো তীরে বিদ্ধ হয়ে পৃথিবীতে টিকে থাকতো না কোন প্রাণী । শুধু প্রাণী নয়,

এই কণা ভেদ করে চলে যাচ্ছে ,ঘর-বাড়ি, গাছ-পালা, পাহাড়-পর্বত , এমনকি এই পৃথিবী, সৌরজগৎ এবং নক্ষত্রমণ্ডলও । অথচ কথাও রেখে যাচ্ছে না চিহ্নমাত্র ।

 

 নিউট্রিনো হল, একটি ইলেকট্রিক্যালি নিরপেক্ষ, ক্ষুদ্র এবং শূন্যের কাছাকাছি

“ ভরযুক্ত ” মৌলিক সাব-এ্যাটমিক পার্টিক্যাল,যা অন্যান্য ম্যাটারের সাথে কোন

রকমের ইন্টারেক্ট করে না বললেই চলে । 

 

সূর্যের মধ্যে কিংবা নিউক্লিয়ার রিয়েক্টারে বা কসমিক রে যখন অ্যাটমকে আঘাত

করে, তখন এক বিশেষ ধরনের নিউক্লিয়ার রিএ্যাকশানের কারণে এই পার্টিক্যালটি

তৈরি হয় । এটা ইলেকট্রিক্যালি নিরপেক্ষ হওয়ার কারণে কনোরকমের আক্রান্ত

হওয়া ছাড়াই সাধারণ ম্যাটারের ভিতর দিয়ে চলে যেতে পারে ।

 

বিখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী এনাক্কাল চণ্ডী জর্জ ( ই.সি.জি ) সুদর্শন বহুকাল

ধরে বলে আসছেন আলোর চেয়ে দ্রুততর কণার অস্তিত্বের কথা । কিন্তু তা এতকাল

তাত্ত্বিক সম্ভাবনা হিসেবেই গণ্য হয়ে এসেছে । নোবেল বিজয়ী বিজ্ঞানী উল্ফগাং পাউলি ১৯৩০ সালে প্রথমে এই মৌলিক সাব-এ্যাটমিক পার্টিক্যালটির ব্যাপারে ধারণা দেন ।

 

সম্প্রতি ইউরোপের বিজ্ঞানীরা এক পরীক্ষার পর বলছেন, নিউট্রিনো কণার গতি,

আলোর গতির চেয়ে বেশি ! বিশ্লেষকরা বলছেন, আবিষ্কার যদি শেষ পর্যন্ত

নির্ভুল প্রমাণিত হয় তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী

 অনেক অসম্ভব “ হয়ত ” সম্ভব হবে , এবং উদঘাটন করা যাবে আধুনিক

পদার্থ বিদ্যার অনেক রহস্যের ।

You can leave a response, or trackback from your own site.