" পথ শিশু " - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

” পথ শিশু ”

Print this post

এক পথ শিশুর, গল্প বলি শোন,
পথেই খায় সে, পথেই ঘুমায়,
ঘর, বাড়ি,ঠিকানা, নাই তার কোন ।

সাথে ছিল তার ,
ছোট্ট একটা বোন-
জোটে যদি একটু খাবার,
ভাগ করে খায় দু’জন ।

নামটি তাহার ময়না,
আর বোনের নাম নীলা-
কখনো তারা, বিক্রি করে ফুল,
কখনো বা ফুলের মালা ।

কি দোষ ছিল তার,
সে আজ’ও জানে না-
ক্ষুধার জ্বালায় কাজ খোঁজে,
কাজ জোটে না ।

কখনো ইটের ভাঁটায় কাজ পেলে,
কচি দু’খানা হাতে,
ভাঙ্গে শক্ত ইট-
কেউ কেউ বলে,
কাম নাই, যা ভাগ,
নর্দমার কীট !

তার বয়সি কত ছেলে মেয়ে,
স্কুলেতে যায়-
হায়রে নিষ্ঠুর প্রকৃতি!
তোর নিয়ম বোঝা দায় !

বোনটারে নিয়ে সে,
স্বপ্ন দেখে,
তারে পাঠাবে স্কুলে-
ছোট্ট একটু স্বপ্ন তার,
বড় সুখ পাবে সে,
তার স্বপ্ন পূর্ণ হলে ।

সেই স্বপ্ন বুকে নিয়ে,
হন্যে হয়ে, ছোটে কাজের আশায়-
বোনটারে সে করবে মানুষ,
জড়িয়ে রাখবে ভালোবাসায় ।

কখনো অবাক বিস্ময়ে !
চেয়ে দেখে,
কত ভেদাভেদ, মানুষে, মানুষে-
দীর্ঘশ্বাস বেড়িয়ে পরে,
নিজের অজান্তে,
আবিষ্কার করে এ সমাজে,
অতি তুচ্ছ, ক্ষুদ্র সে ।

পায়না খুঁজে এ প্রশ্নের উত্তর,
কি দোষ ছিল তার, কি দোষ করেছিল তারা ?
দু’চোখ বেয়ে গড়িয়ে পরে,
অভিমানের অশ্রুধারা ।

You can leave a response, or trackback from your own site.