কবি শফিকুল রচিত গান (লিরিক) - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

কবি শফিকুল রচিত গান (লিরিক)

Print this post

 

 

 

 

আমার অতীত বলে কিছু নেই,
আছে কিছু স্মৃতি বেদনা-ভরা
আমার ফাগুন বলে কিছু নেই,
আছে কাটার জ্বালা বুক-ভরা॥

দুখের পরে সুখ, সুখের পরে দুঃখ জানি
এই নিয়মে চলছে তো ধরণী-
আমার দুখের পরে দুঃখ আসে,
আমার সবই মিথ্যে দিয়ে গড়া ॥

রাতের শেষে দিন আসে, দিন শেষে রাত
আমার রাতের পর আসেনা প্রভাত-
আমার জীবন বলে কিছু নেই,
আছে প্রাণ এক যন্ত্রণা-ভরা॥

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You can leave a response, or trackback from your own site.