মহাকাশে আবিষ্কৃত প্রচীনতম পানির উৎস - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

মহাকাশে আবিষ্কৃত প্রচীনতম পানির উৎস

Print this post

একটি পানির উৎসের সন্ধান পেয়েছেন যা এ পর্যন্ত আবিষ্কৃত উৎসগুলোর মধ্যে প্রচীনতম ও বৃহত্তম। এটি কোয়াসার গ্যালাক্সির কেন্দ্রভাগে অবস্থিত কৃষ্ঞগহ্বরকে ঘিরে এক বিশাল এলাকা জুড়ে ঘুরপাক খাচ্ছে।পৃথিবী থেকে ১২০০,০০০০০০০ (১২০০ কোটি) আলোকবর্ষ দুরে জলীয়বাষ্পাকারে অবস্থিত এই উৎসটির পানির পরিমাণ পৃথিবীর সবগুলো সাগরে বিদ্যমান পানির পরিমাণের চেয়ে ১৪০ ট্রিলিয়ন (১,৪০,০০,০০০,০০০০০০০) গুণ বেশি এবং যা আযতনে সূর্য অপক্ষো এক লক্ষ গুণ বড়। পানির এই উৎসটি মহাবিশ্ব সৃষ্টির প্রায় ১০০,০০০০০০০ (১০০ কোটি) বছর পর অর্থাৎ এখন থেকে প্রায় ১৩৬০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল বলে ধারনা করা হচ্ছে। তাছাড়া কম হোক আর বেশি হোক, জলীয়বাষ্পের আকারে হোক বা অন্য কোন গঠনে হোক, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই যে পানি ছিল, বিজ্ঞানীদের গভীর পর্যবেক্ষণের আলোকে সেই ইংগিতই পাওযা যায়।

You can leave a response, or trackback from your own site.