আজ আকাশে উঁকি দেবে খুদে চাঁদ - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আজ আকাশে উঁকি দেবে খুদে চাঁদ

Print this post

ছোট্ট চাঁদ। বছরের ক্ষুদ্রতম। তাও আবার পূর্ণিমাতে! কিন্তু এমনই দৃশ্য দেখতে পাবেন।আজ বুধবারের রাতের আকাশে। কারণ এদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হতে চলেছে সর্বোচ্চ।তাই বুধবার চাঁদের আকার হবে ১২.৫%কম।

উজ্জ্বলতা হ্রাস পাবে প্রায় ২০% পর্যন্ত। এমনই জানিয়েছেন বিজ্ঞানীরা।বুধবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে ৪,০৬,৪৩৪ কিলোমিটার।

মহাকাশ বিজ্ঞানীরা চাঁদের এই অবস্থানকে ‘অ্যাপোজি’ বলে থাকেন।

তবে চাঁদের মনোরম দৃশ্য উপভোগ করতে হলে সন্ধের ঠিক পরপর আকাশে চোখ রাখতে হবে। পূর্ণিমার আকাশে উঁকি দেবে খুদে চাঁদ।

 

BY—–হ্যালো-টুডে

You can leave a response, or trackback from your own site.