আকাশ থেকে বল পড়লো নামিবিয়ায় । - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আকাশ থেকে বল পড়লো নামিবিয়ায় ।

Print this post

আকাশ থেকে বিশাল আকারের একটি ধাতব বল পড়েছে নামিবিয়ায়। এ বলটি কিভাবে

আকাশ থেকে পড়লো বা এ বলটির উৎস কোথায় তা জানতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস

এজেন্সি‘র গবেষকরা কাজ করছেন।

১.১ মিটার পরিধির ফাঁপা এ গোলকটি নামিবিয়ার রাজধানী থেকে ৭৫০ কিলোমিটার দূরের

একটি গ্রামে পড়েছে।

নামিবিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ পল লুডিক জানিয়েছেন, বলটি মাটিতে পড়ার আগে

স্থানীয়রা কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। ৩৫ সেন্টিমিটার ব্যাসের এ বলটির

পৃষ্ঠ এবড়োথেবড়ো এবং একসঙ্গে দুটি অংশ জোড়া লাগনো। তবে, এ বলটি চেনা ধাতুর তৈরি

এবং ওজন ৬ কেজি। এ বলটি পড়ার পর ৩৩ সেন্টিমিটার গভীর এবং ৩.৮ মিটার প্রশস্ত

গর্ত তৈরি হয়েছে তবে এটি পাওয়া গেছে গর্ত থেকে ১৮ মিটার দূরে।

গত কয়েক দশকে এরকম বল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায়

পড়ার ঘটনা ইন্টারনেট সার্চে পাওয়া গেছে।

আকাশ থেকে পড়া এ বলটি বিস্ফোরক না হলেও এর রহস্যময়তা নিয়ে তদন্ত চলছে বলেই

জানা গেছে।

– খবর ওয়াশিংটন পোষ্টের।

– তথ্য সূত্র, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম ।

 

You can leave a response, or trackback from your own site.