“আলোকবর্ষের শুভ উদ্বোধন আজ " - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“আলোকবর্ষের শুভ উদ্বোধন আজ “

Print this post

আলোকবর্ষ সাইট ‌এর উদ্ভোধন এ সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিন্দন

 

birthday-balloonsbirthday-balloons

birthday-balloonsbirthday-balloons

birthday-balloons

 

 

 

 

 

 

 

 

“আলোকবর্ষের শুভ উদ্বোধন আজ “

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” 

বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস । প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিতে আপনাদের পাশে এল “আলোকবর্ষ”। এটি টেক ব্লগই। কিন্তু অন্যান্য টেকি ব্লগ থেকে এটি একদমই আলাদা। কেন আলাদা বলা বলা হয়েছে, তা আপনি এক নজরে এর বিভাগ গুলো দেখলেই বুঝবেন। এর বিভাগগুলো একদমই আলাদা করা হয়েছে অন্যান্য টেকি ব্লগগুলো থেকে, যাতে এর কিছু বৈশিষ্ট্য আপনারা খুঁজে পান।

আমাদের আছে সাড়া জাগানো সব বিভাগ । নিচে বিভাগ গুলো দেখে নিন ।

 

 এছাড়াও আছে আরো অনেক বিভাগ ।

আলোকবর্ষ কেন?

 এই নাম করনের পিছনে প্রধান যে বিষয়টি কাজ করেছে তা হল মহাকাশ সম্পর্কে আমাদের জানার আগ্রহ নিয়ে। বাংলা ব্লগিং এ আসলে তেমন কেউ এই বিষয়টি নিয়ে লেখালেখি করেননি যার কারনে আমার এই সম্পর্কে ভালো কিছু জানতে পারছিনা। আমাদের প্রচেষ্টা থাকবে এই মহাবিশ্বের মহাকাশে ঘটে যাওয়া নানা বিষয় ব্যাখ্যাকারে আপনাদের সামনে তুলে ধরা। শুধু তাই নয় নিয়মিত প্রতিযোগিতা, ব্লগার মিটআপ,কুইজ সহ এমন অনেক কিছুই থাকবে যা আগে হয়ত দেখেন নি। আমাদের মূল উদ্দেশ্য হল, সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করা। এই জন্যই এটি অন্য রকম করে তৈরি করা হয়েছে। “আলোকবর্ষ” তার সকল আলোর পথিকের মতামত নিয়ে সকল কাজ করে থাকে। ” আলোকবর্ষ “সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন , আপনার একটি মতামত “আলোকবর্ষ” কে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। নিজের জ্ঞান সবার সাথে ভাগাভাগি করাই আমাদের উদ্দেশ্য ।

 

আপনি আমন্ত্রিত

জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের অন্তর 

 

 

ধন্যবাদ সবাই কে

আলোকবর্ষ টিম

birthday-balloon

 

You can leave a response, or trackback from your own site.