“বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস “ (১৮৯৪-১৯৭৪) - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস “ (১৮৯৪-১৯৭৪)

Print this post

 সত্যেন্দ্রনাথ বোস ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী ।

 তাঁর গবেষণার বিষয় ছিল গাণিতিক পদার্থবিদ্যা ।১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্য গঠিত পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষকের দায়িত্ব গ্রহণ করেন । ১৯৪৫ সাল পর্যন্ত বোস ,

এখানে শিক্ষাদান করেন ।

১৯২৪ সালে তিনি তাঁর  বিখ্যাত পেপারটি আইনস্টাইনের কাছে

পাঠান, যেখানে তিনি প্রথম বোস পরিসংখ্যান আবিষ্কার করেন ।

পৃথিবীতে যত কণা আছে তাদেরকে দুইভাগে ভাগ করা যায় ।

            ১)ফার্মিওন ( Fermion Particle )

        ২) বোসন  (Boson Particle )

যে সকল কণা বোসের পরিসংখ্যান তত্ত্ব মেনে চলে, তাদেরকে বলা হয়

বোসন । যে সকল কণা বোসের পরিসংখ্যান তত্ত্ব মেনে চলে না, তাদেরকে

বলা হয় ফার্মিওন ।

 

সত্যেন বোসের নামানুসারে বোসন কণার নামকরণ করা হয় ।

আইনস্টাইন ব্যক্তিগতভাবে সত্যেন বোসের প্রবন্ধ-

“ Planck’s law and light quantum hypothesis “ জার্মান

ভাষায় অনুবাদ ও প্রশংসামূলক অভিমত দিয়ে zeitschrift fur physik –এ

প্রকাশের জন্য প্রেরণ করেন ।

বাংলায় বিজ্ঞান চর্চা প্রসারে, সত্যেন বোস “ বিজ্ঞান পরিচয় “

নামে একটি পত্রিকাও প্রকাশ করেন ।

ইতিহাসের পাতায় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নাম

চির স্মরণীয় হয়ে থাকবে ।

You can leave a response, or trackback from your own site.