মস্তিষ্ক বা ব্রেইন নিয়ে কিছু মজার তথ্য - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

মস্তিষ্ক বা ব্রেইন নিয়ে কিছু মজার তথ্য

Print this post

»ব্রেইন হল সকল প্রানীর সেন্ট্রাল নারভাস সিস্টেম। সহজ ভাষায়,প্রানীদেহের সব কাজ,চিন্তা-ভাবনা,নড়া-চড়া সব কাজ নিয়ন্ত্রন করে ব্রেইন। একজন মানুষের ব্রেইন,অন্যান্য স্তন্যপায়ী প্রানীর চেয়ে প্রায় ৩ গুন বড়ো হয়।

»মানুষের মস্তিষ্ক অসাধারন রহস্যময় সৃষ্টি। এর ক্ষমতার সীমা পরিসীমা বিজ্ঞানীরা আজো নির্ণয় করতে পারেননি। মানুষের মস্তিস্কের সবচে বিস্ময়কর ক্ষমতা হলো বাস্তবের কোনো ঘটনার গভীরে গিয়ে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি কাল্পনিক চিত্র তৈরি করা,যা নিকট ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে…বিজ্ঞানীরা আজো সঠিকভাবে আবিস্কার করতে পারেন নি আমরা কেনো স্বপ্ন দেখি? কেনো দিনের বেলার অসমাপ্ত কাজগুলো রাতে সাদাকালো চিত্রে রূপ নেয়?এটাই মানব মস্তিস্কের সবচে রহস্যময় ঘটনা।

এবার কিছু ফ্যাক্ট বলব,

»বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিস্কের ওজন থাকে ৩৫০-৪০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় ১৩০০-১৪০০ গ্রাম!

»মানব মস্তিস্কের প্রায় ৭৫ ভাগই পানি!!!

»ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্য মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই!! আশ্চর্য না?

»একজন সাধারনের মানুষের মস্তিস্কে থাকে প্রায় ১০০ বিলিওন নিউরন,যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ গুন।

»শুধুমাত্র নিউরোকর্টেক্স অংশ(যা মানুষের ভাষা,কথা বার্তা নিয়ন্ত্রন করে)ব্রেনের মোট ভরের প্রায় ৭৬ ভাগ। আর মানুষের নিউরোকর্টেক্স অন্যান্য সকল প্রানীর চেয়ে বড় হয়,গঠনও অনেকখানি আলাদা হয়। যদিও অন্য সকল বেশ কিছু ক্ষেত্রে মানুষের সাথে অন্যান্য প্রানীর মস্তিস্কের গঠনে বেশ মিল আছে।

»আর্লি প্রেগন্যান্সির সময় একটি মানবশিশুর মস্তিস্কে প্রতি মিনিটে ২৫০,০০০ নিউরন সৃষ্টি হতে থাকে।

»মস্তিস্কের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ৭৫০ এম.এল রক্ত সঞ্চালিত হয়,যা হৃৎপিণ্ড থেকে সঞ্চালিত রক্তের প্রায় ২০%

»জাগ্রত থাকা অবস্থায় মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট।

»একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া মাত্র ৫ মিনিট টিকতে পারবে।

»মানুষের মস্তিকের প্রতি সেকেন্ডে ১০১৫ টি হিসাব করার ক্ষমতা আছে। যা পৃথিবীর সবচে বড় সুপার কম্পিউটারেরও নেই…!!

»মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো ৪১৬ কিমি/ঘন্টা অর্থাৎ প্রায় ২৫৮.৪৯০ মাইল/ঘণ্টা, আর বর্তমান বিশ্বে সবচে দ্রুততম গাড়ি “বুগাত্তি ভেরন ই.বি ১৬.৪” এর গতিবেগ ২৫৩ মাইল/ঘন্টা।

»একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।

»৩০ বছর বয়সের পর থেকে মানুষের ব্রেনের ভর প্রতি বছর .২৫% করে বাড়তে থাকে।

»সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনিস্টাইনের মস্তিস্কের ভর ছিলো ১২৭৫ গ্রাম,যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।

কিছু মজার ইলুশনঃ মস্তিষ্ক কিন্তু প্রায়ই আমদের ধোঁকা দেয়। এটা মস্তিস্কের আরেকটা মজার বৈশিষ্ট্য।

মস্তিষ্ক ব্রেইন মজার তথ্য

মস্তিষ্ক

You can leave a response, or trackback from your own site.