জানা-অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা-অজানা

Print this post

১)একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এর পর নিষ্ক্রিয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয়।

 

২) একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার গুন বেশি তাড়াতাড়ি পচে।

  

 ৩) একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কের চেতনা থাকে।

৪) একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ।

 

 ৫) পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।

৬) শুধু মাত্র স্ত্রী মশারাই রক্ত পান করে।

৭ ) বিছা কে (Scorpion)যদি আগুন দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে ।

৮ ) প্রজাপতি তার পায়ের সাহায্যে সবকিছুর স্বাদ অনুভব করে থাকে।

৯) গানের  সুর শোনার সময় সুর গুলো আমরা কান দিয়ে অনুভব করি। এই সুর চোখে দেখার ক্ষমতা আছে কিছু মানুষের।. এই ক্ষমতাকে বলে Synesthesia .

১০) Eric weihenmayar একজন অসাধারণ মানুষের নাম।  তিনি অন্ধ,  এই অন্ধ মানুষটা ২০০১ সালের মে মাসের ২৫ তারিখ প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে এভারেস্ট পর্বত জয় করেন । এখানেই  তিনি থেমে থাকেননি  ২০০২ সালের মধ্যে সেভেন সামিট জয় করেন তিনি।

You can leave a response, or trackback from your own site.