জানা-অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা-অজানা

Print this post

* লিওনার্দ অয়লার, সমগ্র জীবনে ৭০০ টির’ও অধিক গবেষণা প্রবন্ধ লিখেছেন, এর

 অর্ধেকের বেশি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবার পর ।

 

 

* Blind Spot :- মানুষের চোখে Blind Spot – বলে একটা ব্যাপার আছে । হটাৎ কোন

বস্তু Blind Spot-এ পড়ে গেলে , তা দেখা যায় না ।

 

 

* মানুষকে চিহ্নিত করার জন্য যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় তেমনি কুকুরদের চিহ্নিত করার জন্য তাদের nose-print ব্যবহার করা হয় । কারণ প্রত্যেক কুকুরের nose-print আলাদা আলাদা ।

 

* পৃথিবীর সবচেয়ে ছোট পাখিটির নাম হামিং বার্ড । একটি হামিং বার্ডের ওজন এক টাকার একটি

কয়েনের চেয়ে কম । হামিং বার্ড ভূমি থেকে উড়ে সোজা উপরের দিকে উঠতে পারে রকেটের মতো করে

আবার সোজা নিচেও নামতে পারে । হামিং বার্ড বাতাসে এক জায়গায়  স্থির হয়েও  উড়তে পারে ।

 

 

* বাংলা  ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হল , চর্যাপদ ।

 

* চর্যাপদ আবিষ্কার করেন , হরপ্রসাদ শাস্ত্রী ।

 

* নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় । 

 

* একজন মানুষের চামড়ার উপর রয়েছে ১কোটি  লোমকূপ ।

 

* একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে ­।

 

* দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে ।

 

* হাসি ওজন কমাতে সাহায্য করে ।

 

* একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে ।

 

* মানুষের  মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে ।

 

*দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌছাতে ০.১ সেকেন্ড সময় লাগে ।

 

* ব্রেইন নিজে কোন ব্যাথা অনুভব করে না , ব্রেইন ব্যাথার অনুভূতি সরবরাহ করে ।

 

*একজন পূর্ণবয়স্ক মানুষের  মস্তিষ্কের ওজন প্রায় ৩ পাউন্ড। মানে দেড় কেজির মতো।

 

* কেউ মৃত্যুবরণ করার পর দেহের অংশগুলো কোনটা কত সময় জীবন্ত থাকে ?

> চোখ ৩১ মিনিট

> ব্রেন ১০ মিনিট

> পা ৪ ঘণ্টা

> চামড়া ৫ মিনিট

> হাড় ৩০ দিন ।

 

* ছোটবেলা থেকেই আমাদের মস্তিষ্ক একটু একটু করে বাড়ছে কিন্তু ১৮ বছর বয়সে আমাদের মস্তিষ্কের এই বৃদ্ধি বন্ধ  হয়ে যায় । উল্টো প্রতিদিন ১হাজার মস্তিষ্কের কোষ বা ব্রেন সেল নষ্ট হয়ে যেতে থাকে !

 

* আমাদের মস্তিষ্কে মোট কোষ আছে ১০০ বিলিয়ন । প্রতিদিন ১হাজারটা করে ব্রেন সেল নষ্ট হতে থাকলে

আমাদের মস্তিষ্কের সবগুলো কোষ নষ্ট হতে সময় লাগবে মোট ৩লক্ষ বছর !

 

* বোসন কণার (Boson Particle )   আবিষ্কারক , বিজ্ঞানী সতেন্দ্রনাথ বোস । 

You can leave a response, or trackback from your own site.