● ●Myth এর খোলসে ঢাকা ● ●-বিমান - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

● ●Myth এর খোলসে ঢাকা ● ●–বিমান

Print this post
আমাদের সকলের হয়ত রাইটস ভ্রাতৃদ্বয়ের কথা মনে আছে যারা অনড় পাখাওয়ালা বিমানে মটর সংযোজন করে আকাশে উড়াল দিয়ে প্রথম মটরওয়ালা বিমানের বৈমানিক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু সঙ্গতকারণেই এই মূল্যবান খেতাবটি রাইটস ভ্রাতৃদ্বয়ের নয় নিউজিল্যান্ডের অধিবাসী রিচার্ড পিয়ার্স এর ঝুলিতে শোভা পাওয়ার কথা ছিল। ১৯০৩ সালের মার্চ মাসে পিয়ার্স তার বানানো বাশের তৈরী বিমানে বাতাসের চেয়ে ভারী বায়ু মটর সংযোজন করে উড়াল দিয়ে ১৪০ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। রাইটস ভ্রাতৃদ্বয় তাদের বিখ্যাত বিমান “কীটি হাব্ক” নিয়ে আকাশে ভ্রমন করার আটমাস পূর্বে রিচার্ড কৃতিত্বের সাথে এই কাজটি সম্পাদন করেছিলেন । কিন্তু পিয়ার্সের এই সফলতাটি সেদিন আলোর মুখ দেখেনি। অনেক ইতিহাসবিদের মতে পিয়ার্স নিজে প্রচার অম্বেষী ছিলেন না, তাছাড়া তখন তিনি তার কৃতকার্যতা নিয়ে কিছু বিরোধপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। যাহোক সুযোগের অভাবে হোক বা অনিচ্ছার কারণে হোক পরবর্তী সময়ে তিনি তার আবিস্কারটি আর বেশি উন্নতিসাধন করতে পারেননি যেমনটি রাইটস ভ্রাতৃদ্বয় করেছিলেন। ফলশ্রুতিতে তার সেদিনের সফলতা স্বীকৃতি না পেয়েই কালের আবর্তে হারিয়ে যায়।
You can leave a response, or trackback from your own site.