জানা- অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা- অজানা

Print this post

*  পূর্ণবয়স্ক মানুষের হার্টের ওজন প্রায় ১০ আউন্স।

 

*  আমাদের সৌরজগতের সকল গ্রহের সব মিলিয়ে ৪৪ টা উপগ্রহ আছে।

 

*  মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল সমান পথ

অতিক্রম করে।

 

*প্রতি মিনিটে মানুষের শরীর থেকে প্রায় ৩০০টি মৃত দেহকোষ ঝরে পড়ছে।

 

* প্রতি সেকেন্ডে মানুষের শরীরে প্রায় ১৫ মিলিয়ন নতুন রক্তকণিকা তৈরি হয় আর

পুরোনো রক্তকণিকা ধ্বংস হয় ।

 

* নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয় ।

 

* পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি ।

 

* শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম না নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে ।

 

* টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে

অপরের সাথে মারামারি শুরু করে । যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয় । অন্যটা পেটেই মারা যায় ।

 

*  এমন যদি হয় যে আপনার আর পিপাসা পাচ্ছেনা তাহলে আপনার আরও বেশি পানি পান করা

উচিৎ কারণ পানিশূন্যতা আপনার তৃষ্ণার অনুভূতি বন্ধ করে দেয় ।

 

 

You can leave a response, or trackback from your own site.