পৃথিবীর দাম ৩ হাজার ট্রিলিয়ন পাউন্ড! - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

পৃথিবীর দাম ৩ হাজার ট্রিলিয়ন পাউন্ড!

Print this post

আপনি কি জানেন, সমগ্র বিশ্বজগতের সবচেয়ে দামি গ্রহের বাসিন্দা আমরা। হ্যাঁ, পুরো পৃথিবীর দাম যা নির্ধারণ করা হয়েছে তা সৌরজগতের অন্য যে কোনো গ্রহ থেকে কয়েক গুণ বেশি। পুরো পৃথিবীর দাম নির্ধারণ করা হয়েছে মোট ৩ হাজার ট্রিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যের গ্রেগ লউগলিন নামে এক এসট্রোফিজিসিস্ট পৃথিবীর মূল্য নির্ধারণের এই ফর্মুলা তৈরি করেছেন বলে দাবি করেছেন। গ্রেগ দাবি করেছেন, তিনি গাণিতিকভাবে পৃথিবীর বয়স, আকার, তাপমাত্রাসহ বিভিন্ন পরিসংখ্যান হিসাব করে এ দাম নির্ধারণ করেছেন। এ প্রসঙ্গে গ্রেগ বলেন, পৃথিবী যে কত অমূল্য তা এই তথ্য আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমার বিশ্বাস এটি আমাদের সমাজ বিনির্মাণেও সহায়ক হবে। সৌরজগতের অন্য গ্রহগুলোর তেমন আর্থিক মূল্য না বের হওয়ার কারণ হিসেবে তিনি সেসব গ্রহের জীবনধারণের প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেন। তবে দ্বিতীয় মূল্যবান গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলকে। যার দাম মাত্র ১০ হাজার পাউন্ড। অন্যদিকে এমনও অনেক গ্রহ আছে যার দাম নেই কানা-কড়িও। যেমন শুক্র গ্রহ।

You can leave a response, or trackback from your own site.