জানা-অজানা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

জানা-অজানা

Print this post

* মানুষের মস্তিষ্কের দুটি অংশ রয়েছে। বাম অংশটি শরীরের ডান পাশ এবং ডান অংশটি শরীরের বাম পাশ নিয়ন্ত্রন করে।

 

* কেউ যখন ঘুমের মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না ।

 

 

* ঘুমানোর সময়  মানুষের মস্তিষ্ক   জেগে থাকার সময়ের  চাইতে বেশী active থাকে ।

 

 

*  মানুষ যখন স্বপ্ন  দেখে তখন তার চোখের পাতা দ্রুত কাপতে থাকে, এই ব্যাপার টাকে বলে REM বা rapid eye movement . মানুষের মস্তিষ্কের   স্বপ্ন দেখার সময় মাত্র   ৩০সেকেন্ড থেকে ৩ মিনিটের  মত। যারা জন্মান্ধ তাদের স্বপ্নে কখনো ছবি থাকেনা শুধু শব্দ । 

 

 *  স্বপ্নের নানান স্তর আছে , গভীর কোন স্তরের স্বপ্ন চট করে ভাঙ্গে না , মানুষের মস্তিষ্ক

 স্বপ্নটা পুরোপুরি দেখানোর ব্যবস্থা  করে । স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন , তবে এখানেও কথা আছে , গভীর স্তরের স্বপ্নে বর্ণ , গন্ধ সবই থাকে । স্বপ্নের রং বেশির ভাগ মানুষের ক্ষেত্রে রঙিন ।

 

 

* মানব শিশু জন্মের সময় ৩০০টি হাড় (bone) নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু প্রাপ্ত বয়স্ক মানুষের হাড় ২০৬টি ।

 

* মানুষের দেহের মোট হাড়ের শতকরা ২৫ ভাগই তার পায়ের মধ্যে থাকে।

 

* মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও বেশি শক্ত।

 

* শিশুর জন্মের সময় চোখের আকার যেমন ছিল বড় হবার পর চোখের আকার ঠিক তেমনি থাকে। কিন্তু নাক আর কান সব সময় বৃদ্ধি পায়।একদম মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে নাক আর কানের  আকার ।  

 

*  নতুন জন্ম নিয়েছে যে শিশু তার চোখে পানি দেখেছেন? না দেখেন নি শুধু কাঁদতেই দেখেছেন। এর কারণ জন্মের পর শিশুর ৬ থেকে ৭ সপ্তাহ বয়স হলেই কেবল চোখের পানি সৃষ্টি

হয়।  

You can leave a response, or trackback from your own site.