পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে

Print this post

পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে।
কে-টু পাহাড়
সমুদ্র সমতল থেকে হিসেব করলে পৃথিবীর দ্বিতীয় সবোর্চ্চ শৃঙ্গ পাকিস্তান ও চীন সীমান্তের কে-টু পাহাড়। এর উচ্চতা ২৮ হাজার ২৫১ ফুট (৮ হাজার ৬১১ মিটার)।
হাসি
পৃথিবীতে একমাত্র মানুষই হাসতে পারে। অবশ্য হায়নারাও হাসির মতো শব্দ করে, কিন্তু হাসির মর্ম শুধু মানুষই বুঝে।
ঘোড়া
ঘোড়ার নাকের ফুটো দুটো শুধু যে আকারেই বড় তা নয়,ওদের রয়েছে অসাধারণ ঘ্রাণশক্তি। অক্টোপাস
কিছু কিছু মানুষকে আমরা বলি হৃদয়বান, যদিও তার হৃদয় আমাদেরই মতো মাত্র একটিই। কিন্তু অক্টোপাসকে কি হৃদয়বান বলবেন? না বললে কি হবে, ওর কিন্তু তিনটি হৃৎপিণ্ড আছে!
নীল তিমি
আমরা জানি প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় নীল তিমি। আর এই নীল তিমিই প্রাণীদের মধ্যে সবচেয়ে জোড়ে শব্দ করতে পারে। ওরা পরস্পরের মধ্যে ভাববিনিময়ের সময় যে শিস দেয়, সেটা প্রায় ৫৩০ মাইলদূর থেকেও শোনা যায়।

You can leave a response, or trackback from your own site.