আপনার দাদুর বয়স কি সত্তর? - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আপনার দাদুর বয়স কি সত্তর?

Print this post

কিছু পিঁপড়ে বোমার মতো নিজেদের বিস্ফোরিত করতে পারে।

আয়না দেখে নিজেদের চিনতেপারে শিম্পাঞ্জি ও ডলফিন।

আপনার দাদুর বয়স কি সত্তর? তাহলে তিনি এ পর্যন্ত ৯ হাজার গ্যালন পানি পান করেছেন।

মানুষের চোখ প্রতি সেকেন্ডে মাত্র ৮০ বার নড়ে।

বলুন তো? জেব্রার গায়ের রঙ কী? সাদা নাকি কালো? আসলে জেব্রার গায়ের রঙ কালো। এর লোমের উপরেই ছোপ ছোপ দাগ।
ঈল মাছ পিছন দিকে সাঁতারকাটতে পারে।

নাকই হচ্ছে আমাদের ব্যক্তিগত শীতাতপ নিয়ন্ত্রকযন্ত্র। কারণ এটা শীতল বাতাসকে গরম করে, আবার গরম বাতাসকে শীতল করে এবং ময়লা-আবর্জনা ছাঁকুনি দিয়ে বিশুদ্ধ বাতাস টেনেনেয়।
আমাদের শরীরে পেশী আছে ৬০০ টিরও বেশি।
শিশু অবস্থায় কতখানি পথ হামা দিয়েছেন জানেন? প্রায় দেড় শ কিলোমিটার পথের সমান।
একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না।
একটি আনারস পূর্ণাঙ্গ হতে সময় লাগে দুই বছর।

You can leave a response, or trackback from your own site.