December 25, 2011 - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

আর্কাইভ December 25th, 2011

পানি থেকে ভারি ধাতু অপসারণের উপায় উদ্ভাবন ।

পানি থেকে ভারি ধাতু অপসারণের নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবী করেছেন ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা। পরিবেশবান্ধব উপায়ে ভারী ধাতু সংগ্রহে এ পদ্ধতি কাজে লাগানো হবে বলেই গবেষকদের মত। গবেষকরা জানিয়েছেন, দূষিত পানি থেকে নিকেল, ক্যাডমিয়াম এবং কপারের মত ভারি ধাতু অপসারণ করে সেই পানি পানের উপযোগী করতে পেরেছেন তারা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নাল-এ। গবেষকরা […]

আকাশ থেকে বল পড়লো নামিবিয়ায় ।

আকাশ থেকে বিশাল আকারের একটি ধাতব বল পড়েছে নামিবিয়ায়। এ বলটি কিভাবে আকাশ থেকে পড়লো বা এ বলটির উৎস কোথায় তা জানতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি‘র গবেষকরা কাজ করছেন। ১.১ মিটার পরিধির ফাঁপা এ গোলকটি নামিবিয়ার রাজধানী থেকে ৭৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে পড়েছে। নামিবিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ পল লুডিক জানিয়েছেন, বলটি মাটিতে পড়ার আগে […]

আসছে গুগল চশমা ।

‘এক্স ল্যাব’ নামের গুগল-এর গোপন ল্যাবে একটি সর্বাধুনিক প্রযুক্তির চশমা তৈরি করা হয়েছে বলেই গুজব ছড়িয়েছে। গুগল বিশেষজ্ঞ সেথ ওয়েনট্রাব এ তথ্য জানিয়েছেন। সেথ ওয়েনট্রাব বলছেন, ‘গুগলের বিভিন্ন তথ্য এ ফাইটার- প্লেন স্টাইলের চশমার ডিসপ্লেতে দেখা যাবে। এ চশমায় বাটনও থাকবে।’ পাতলা কাঁচের তৈরি এ চশমা সাধারণ চশমার মতোই স্বচ্ছ হবে তবে যথেষ্ট স্টাইলিশ হবে […]

Plugin from the creators ofBrindes Personalizados :: More at PlulzWordpress Plugins