Dennis Ritchie (১৯৪১-২০১১) | সি প্রোগ্রাম ও প্রযুক্তিপ্রেমিদের বেদনা - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

Dennis Ritchie (১৯৪১-২০১১) | সি প্রোগ্রাম ও প্রযুক্তিপ্রেমিদের বেদনা

Print this post

আসসালামু আলাইকুম

  প্রযুক্তিপ্রেমিদের দুঃখ দিতেই মনে হয় এই অক্টোবর মাস এসেছে। গত ৫ই অক্টোবর পরলোকগমন করলেন অসংখ্য প্রযুক্তিপ্রেমির উৎসাহের ব্যক্তি স্যার স্টিভ জবস্। অসংখ্য প্রযুক্তি অনুরাগীকে শোকের ছায়ায় ফেলে রেখে তিনি এই পৃথিবী থেকে চির কালের জন্য চলে গেলেন। তার চলে যাওয়ার মাত্র কয়েকদিন পরই মারা গেলেন আরেকজন কম্পিউটার বিজ্ঞানী Sir Dennis Ritchie.

  সম্পূর্ণ নাম Dennis MacAlistair Ritchie তার ডাক নাম হল dmr. তার এই নিক নামটি পাওয়ায় বেল ল্যাবসে কর্মরত থাকায় তার ইমেইল থেকে। ১৯৪১ সালের ৮ই সেপ্টেম্বর এই মহান ব্যক্তির জন্ম। তিনি ছিলেন C programming language এর প্রণেতা, Multics এবং  Unix অপারেটিং সিস্টেমের ডেভেলপার। তিনি তার জীবনের সবচেয়ে বেশি সময় পার করেছেন Bell Labs এ। তিনি ১৯৮৩ সালে Turing Award এবং  ১৯৯৯ সালের ২১ই এপ্রিল National Medal of Technology 1998 পুরষ্কারের ভূষিত হন। তিনি ২০০৭ সালে অবসরের পূর্ব পর্যন্ত ছিলেন Lucent Technologies System Software Research Department এর প্রধান।

  তিনি আমেরিকার নিউইয়র্কের ব্রনেক্সভিলে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থ বিজ্ঞান ও গণিতের উপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেন। ১৯৬৭ সাল থেকে বেল ল্যাব এন Computing Sciences Research Center তিনি তার কাজ শুরু করেন। ১৯৬৮ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ডিগ্রি অর্জন করেন।

 C এবং Unix

Dennis Ritchie কে সবচেয়ে বেশি জানা যায় C programming language এর থেকে। তিনিই হলে সি ভাষার রচনাকারি। আমেরিকার বেল ল্যাবসের কর্মরত অবস্থায় তিনি সি ভাষাটি তৈরি করেন। পরে তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরির প্রথম অবস্থায় সাহায্য-সহযোগিতা করেন।

তিনি তার জীবনে অনেক গুলো পুরষ্কার পুরষ্কিত হয়েছিলেন। এর মধ্যে উল্লেখ যোগ্য হলঃ Turing Award, IEEE Richard W. Hamming Medal, National Medal of Technology, Japan Prize ইত্যাদি

তার উদ্ধৃতি

  • “I am not now, nor have I ever been, a member of the demigodic party.
  • “Usenet is a strange place.
  • “UNIX is very simple, it just needs a genius to understand its simplicity.
  • “C is quirky, flawed, and an enormous success.”
  • “We really didn’t buy it thinking we’d have this enormous investment.

নিচের তার জীবনের কয়েকটি মুহূর্ত তুলে ধরলাম

তার মৃত্যুতে বিশ্ববাসি আরেকজন কম্পিউটার বিজ্ঞানীকে হারাল। আমরা তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।
সময় পেলে ঘুরে আসবেনঃ http://www.tunerpage.com/
You can leave a response, or trackback from your own site.