“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 15 - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 15

Print this post

১.পৃথিবীতে একটি প্রাণীর নাম বলেন তো, যার কোনো মগজ বা মস্তিস্ক অর্থাৎ ব্রেইন নেই? ভাবছেন যাহ, মগজ ছাড়া প্রাণী তা আবার হয় নাকি? আরে সত্যিই তাই! স্টার ফিশ নামের একধরনের সামুদ্রিক মাছের নাকি কোনো মগজই নেই। মগজের বদলে এক ধরনের স্নায়ুতন্ত্রের মাধ্যমেই তারা তাদের যাবতীয় কাজ করে থাকে। প্রশ্ন করতেই পারেন যে তাদেরকে কেনোই বা মাছ বলা হয়? তাহলে শোনেন, তারা আসলে মাছ নয়। পানির নিচে থাকে বলেই তাদেরকে তারা মাছ বা স্টার ফিস বলে ডাকা হয়।
পৃথিবীতে সকল স্তন্যপায়ী প্রাণীদেরবাচ্চারাই লাফালাফি করে থাকে। কিন্তু ব্যতিক্রম শুধু হাতিদের বেলাতে। কারণ হচ্ছে, শুধু হাতিরাই লাফাতে পারে না। বেচারা হাতি! ওরা কোনদিন বুঝতেও পারবে না লাফঝাঁপ দেয়ার কি মজা।
পৃথিবীতে কতই না প্রাণী। এতো বড় থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন প্রাণীও রয়েছে। তবে আমাদের পৃথিবীতে ৯৫% প্রাণীই একটা মুরগীর ডিমের চেয়েও ছোট।
অনেকেই হেভি মেটাল মিউজিক শুনতে ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না।কিন্তু মজার ব্যাপার হলো উইপোকারা হেভি মেটাল মিউজিক খুব পছন্দ করে। মিউজিক শোনার সময় তারা দ্বিগুণ গতিতে কাঠ কাটতে পারে।

 

২.প্রতি একর জমিতে প্রায় ৫০০০০ হাজার কেঁচো মাটির নিচে বাস করে । গর্ত করার সময় এরা তো মাটি সরাতে পারে না । সামনের মাটি খেয়ে ফেলে । এভাবেই এরা গর্ত করে সামনে এগুতে থাকে । এভাবে ৫০ হাজার কেঁচো বছরে প্রায় ২৫০ মণ মাটি খেয়ে থাকে ! খুব একটা বেশি না ।কি বলেন ?

৩.

  • একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধহাতের সমান
  • হৃৎপিন্ড যেমনটা ভাবাহয় বুকের বামদিকে আসলে তা নয়. এটা মাঝখানেই তবেবামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত.
  • মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি.
  • চোখের একটা পলক ফেলতে০.৪ সেকেন্ড সময় লাগে।
  • মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
  • সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
  • একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।
  • স্বাভাবিক জ়ীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।
  • মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।
  • একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
  • জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকেপ্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।
  • জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
  • একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০বছর বাঁচে তবে তার জীবনের১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।

 

You can leave a response, or trackback from your own site.