“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 14 - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 14

Print this post

ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কয়েকটি গোপন কথা :
১/ ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ছিলেন সম্পূর্ণ টেকো মাথা !! তাঁর মাথায় চুল ছিল না বললেই চলে । ২৯ বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে চুল পড়ে যায় । এজন্য তিনি টেকো মাথাকে আড়াল করার জন্যই সবসময় পরচুল পড়তেন !
২/মজার ব্যাপার হল এই সময় থেকেই রানীর দেখাদেখি ইংল্যান্ডের সব মেয়ে পরচুল পড়তে শুরু করে ।এবং ইংল্যান্ডের মেয়েদের কাছে পরচুল একটা ফ্যাশন হয়ে দাঁড়ায় । রানী প্রথম এলিজাবেথের মৃত্যুর বহু বছর পরও মেয়েদের মধ্যে পরচুলের প্রচলন ছিল ।
৩/ প্রথম এলিজাবেথের গাউন ছিল ৩০০০ টি ।
৪/ ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ গোপনে ঘৃণ্য দাস ব্যবসা ও জলদস্যু বৃত্তির সাথে জড়িত ছিলেন । তাঁর সমর্থন ও পূর্ণ সহযোগিতায় বিখ্যাত নাবিক ফ্রান্সিস ড্রেক আফ্রিকা থেকে ক্রীতদাস ধরে আমেরিকায় চালান দিতেন এবং সমুদ্রে ভিনদেশী জাহাজ লুট করতেন ।
৫/ তিনি এই ঘৃণ্য ব্যাবসায় ফ্রান্সিস ড্রেকের একজন পার্টনার ছিলেন । অথচ কেউ তা জানত না !

 

You can leave a response, or trackback from your own site.