“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 6 - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

“‘ বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব 6

Print this post

1.বিশ্বের সর্বাপেক্ষা মারাত্নক এবং বিপদজনক প্রণীটির নাম সমুদ্র বোলতা বা সি ওয়াস্প । এটি চিরনেক্স ফ্লেকারি নামক এক ধরণের জেলি ফিস বিশেষ । এদের সরু সরু শুঁড়ের সামান্য ঘর্ষণ লাগলেই যে কোন প্রাণী পাঁচ মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে । এদের টেনট্যাকল বা শুঁড়গুলোর গায়ে হাজার হাজার অতি সূক্ষ্ন ছুঁচের মত কোষ আছে । এগুলো সামান্য স্পর্শেই শিকারের সায়ে কেউটে সাপের মতো মারাত্নক বিষ ঢেলে দেয় । উত্তর অস্ট্রেলিয়ার কাছাকাছি সমুদ্রে প্রচুর চিরনেক্স ফ্লেকারির দেখা মেলে । মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডার দক্ষিণ পর্যন্ত আটলান্টিক সমুদ্র উপকূলে এ জাতীয় অসংখ্য জেলি ফিস দেখতে পাওয়া যায় ।

 

2.>*পাখিরা যতোই পরিশ্রম করুক না কেন তাদের কখনো ঘাম হয় না !

>* মাছেদের কখনো পানির পিপাসা পায় না ।

>*শকুন ঘন্টায় প্রায় ১০ মাইল উড়তে পারে ।

>*উট দিনে প্রায় ১০০ মাইলের মত হাঁটতে পারে ।

>*অনান্য কীটপতঙ্গের মতো প্রজাপতিদেরও বহু রকমের প্রজাতি আছে । বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রায় এক লাখ রকমের প্রজাপতি আছে ।

>*অন্য প্রাণীরা স্বাদ গ্রহন করে জিভ দিয়ে ।কিন্তু প্রজাপতিরা কোন খাবারের স্বাদ গ্রহন করে পেছনের পা দিয় !

 

3.১| বিশ্বে ফ্রেজলেটস নামে এক রকমের গাছ আছে যা আলো দেয় ।
২| একজোড়া ইঁদুর বছরে বাচ্চা দিতে পারে ৮০০-১০০০ টি ।
৩| প্রত্যেকটি দেশের জাতীয় সংগীত একটি কিন্তু বাহরাইনের তিনটি!
৪| মানব শরীরের সবচাইতে ঠান্ডা স্থান কানের লতি ।
৫| বাংলাদেশে সবচেয়ে বেশি উত্পাদিত ফল কলা ।
৬| জিরাফ মুখ দিয়ে কোনরূপ শব্দ করতে পারে না আর সে তার কান পরিষ্কার করে জিহ্বা দিয়ে ।

You can leave a response, or trackback from your own site.