কিং কোবরা সাপ হয়তে সাবধান !!!!!! ঈদ মোবারক স্পেশাল - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

কিং কোবরা সাপ হয়তে সাবধান !!!!!! ঈদ মোবারক স্পেশাল

Print this post

কিং কোবরা (যার বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah) ,পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। ভারত, ফিলিপাইন, চীন, মালয়সিয়া ও ইন্দোনেশিয়াতে এর রাজত্ব। নাম যদিও কোবরা -দের রাজা তবুও সবছেয়ে মজার ব্যাপার হল এটি মোটেও কোবরা নয়। কোবরা হল NAJA র অন্তর্ভুক্ত অপরদিকে কিং কোবরা তার নিজস্ব Ophiophagus এর অন্তর্ভুক্ত ।

মূলত আকৃতি ও বিষের ভয়াবহতার কারণে এর এই নামকরণ। লম্বায় কিং কোবরা প্রায় সাড়ে আঠারো ফুট (১৮.৮  ফুট পর্যন্ত পাওয়া গেছে) । কাজেই বোঝাই যাচ্ছে রাজা হওয়ার মত আকৃতি বটে।

অন্যদিকে এর ছোবলে বিষক্রিয়া বিষের মাত্রা দিয়ে পরিমাপ না করে বরঞ্চ বিষের পরিমান দিয়ে বিচার করা হয়। কোবরাদের রাজা এক ছোবলে প্রায় দুইশ মিলিলিটার (200ml) বিষ ঢালতে পারে । আর এর খাদ্যাভ্যাস ও অবাক করার মত, অন্যান্য সাপ খেয়েই বেছে থাকে কিং কোবরা। সাধারন কোবরা থেকে শুরু করে ছোটখাটো  অজগর পর্যন্ত শিকার করে এই কোবরা রাজ।

বাচ্চাদের যত্নেও সাধারণ কোবরার মত খামখেয়ালি নয় এরা। ডিম পাড়ার জন্য লতাপাতা দিয়ে বাসা তৈরি করে মা কিং কোবরা আর ডিম না ফোটা পর্যন্ত বাসা ছেড়ে কোথাও যায় না। এই সময় বাসার কাছাকাছি যাওয়া যেকোনো প্রানির জন্যই বিপদজনক তা সে জত বড় প্রানিই হোক না কেন।

আর এ কথাও মনে রাখা উচিৎ সবার যে কিং কোবরার attacking range সাত ফুট , অর্থাৎ  ৭ ফুট দূর থেকেও কাউকে মুহূর্তের মধ্যে ছোবল মারতে সক্ষম এই কোবরা মহারাজ। কাজেই কখন ও দুর্ভাগ্যক্রমে যদি মহারাজের সামনে পড়েই যান তবে আপনাদের মধ্য দূরত্বটাকে মোটেই হেলাফেলা করবেন না। 

 

পোষ্ট টি লিখেছেন ***“চতুর্থ মাত্রা”

You can leave a response, or trackback from your own site.