এলিয়েন বলতে আসলেই কি কিছু আছে ? - প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light | প্রযুক্তির আলোয় * আলোকিত জগৎ | The whole technology of light

এলিয়েন বলতে আসলেই কি কিছু আছে ?

Print this post

এলিয়েন বলতে আসলেই কি কিছু আছে ?
আসুন
দেখি আল কোরআন কি বলে।
পৃথিবী ব্যাতিত আর কোন গ্রহে এখন
পর্যন্ত কোন
প্রানের অস্তিত্ব আবিষ্কৃত হয়নি।
প্রানের
সন্ধানে পৃথিবীর বাঘা বাঘা সব
বিজ্ঞানী মকাশ
জুড়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
পৃথিবীর
বাইরে অনেক গ্রহই আবিষ্কৃত হয়েছে।
কিন্তু এদের
সম্পর্কে কোন তথ্য
পাওয়া যাচ্ছে না কারণ এদের
অনেকেই তাদের নক্ষত্রের খুব
কাছে অবস্থিত। যার
কারনে এত দূর থেকে আলোর
মাধ্যমে এদের বৈশিষ্ট্য
বোঝা কঠিন। আমাদের বর্তমান
প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অতি শীঘ্রই
যে আমরা এসব জানতে পারব তাতে কোনই
সন্দেহ
নেই। কোন একটা গ্রহে যদি প্রানের
সন্ধান
পাওয়া যায় তা কি খুব বিস্ময়কর হবে ?
“And among His signs is the
creation of the heavens and the
earth and the living creatures that
He has scattered through them
and He has power to gather them
together when He wills.”
“তাঁর ইঙ্গিত সমুহের একটি – নভোমণ্ডল

ভূমণ্ডলের সৃষ্টি এবং এদের
মধ্যে ছড়িয়ে দেওয়া জীব। তিনি যখন
ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম।” (আস
শুরাঃ ২৯)
“Allah is He Who created the seven
heavens and the earth in equal
number.:
“তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ
সৃষ্টি করেছেন
এবং সমসংখ্যক (৭টি) পৃথিবীও
সৃষ্টি করেছেন।” ( তালাক্বঃ ১২)
সুবহানআল্লাহ !!!!!
এই আয়াত দুটো হতে কি বোঝা যায় ?
পৃথিবীতে জীবন ধারনের জন্য যেমন
পরিবেশ রয়েছে,
এমন পরিবেশ বিশিষ্ট আরও অন্তত
৬টি গ্রহ এই
মহাকাশে আছে। যেখানে তিনি প্রাণ
ছড়িয়ে দিয়েছেন।
তিনি চাইলেই এদের সবাইকেই একত্র
করতে সক্ষম।
এই গ্রহ গুলো আমরা এখনও আবিষ্কার
করতে পারিনি।
যাই হোক, এটা তো স্পষ্ট যে এলিয়েন
বা ভিনগ্রহের
প্রাণী নিশ্চয়ই আছে । যা একদিন
আবিষ্কৃত হবেই ।
এত নিদর্শন থাকার পরও
যারা ইসলামকে উপলব্ধি করতে পারছে না,
তাদের
চেয়ে বড় দুর্ভাগা আর কে আছে ?

 

You can leave a response, or trackback from your own site.